মিরসরাইয়ের মানবিক ও রক্তদাতা সংগঠন ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাইর নবম তম রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি বারইয়ারহাট পৌরসভার গ্রীণ টাওয়ারের অর্কিড ফ্যাশন ওয়্যারে অনুষ্ঠিত হয়েছে। ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংকের এডমিন তানভীর হাসান মুরাদ জানান, ২০২০ সালের ১লা জানুয়ারী মাত্র ৪ জন সদস্য নিয়ে উক্ত সংগঠন যাত্রা শুরু করে। প্রাথমিক পর্যায়ে মেসেঞ্জার গ্রুপের ৩০ জন সদস্যের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে সেটা রক্তদান ও বিভিন্ন সামাজিক কর্মকা-ের ফলে ফেসবুক গ্রুপের মাধ্যমে ছড়িয়ে পড়ে। বর্তমানে উক্ত গ্রুপের মধ্যে প্রায় সাড়ে পাঁচ হাজার সদস্য রয়েছে। গত রমজান মাসে ১০৯ জন রোগীকে রক্তদান, ইছাখালী ইউনিয়নের একজন পঙ্গু রোগীকে আর্থিক অনুদান প্রদান ও সম্প্রতি চট্টগ্রামের সীতাকু-ের বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের পর বিভিন্ন সহযোগীতা, ঔষধ বিতরণ, রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষের ভালোবাসা, আস্থা এবং প্রশংসা কুড়িয়েছে। ভবিষ্যতেও এই মানবিক কাজের প্রক্রিয়া চালিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং সকলের সহযোগীতা ও দোয়া প্রার্থনা করেন। অর্কিড ফ্যাশন ওয়্যারের উদ্যোগে এবং ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাইর সার্বিক সহযোগীতায় রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠানে প্রায় ১শত জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। উক্ত ব্লাড ক্যাম্পেইনে ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংকের এডমিন তানবীর, ইমন হাসান, আবু তৈয়ব ও সদস্য জাবেদ ভূঁইয়া, আবদুল আল নোমান, জাহেদুল ইসলাম, মাইনুল, আনোয়ার হোসেন, আজাদ, শরীফ দায়িত্ব পালন করেন।