সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন

মিরসরাইয়ে নবনির্মিত ব্রীজে জোড়াতালির সংযোগ সড়ক

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের গেড়ামারা ফরেষ্ট অফিসে লক্ষীছড়া খালের উপর নির্মিত গার্ডার সেতু নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের উপর ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছে স্থানীয়রা। তারা অভিযোগ করে বলেন ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের ব্যক্তি মালিকানাধীন জায়গা থেকে মাটি কেটে রাস্তা ভরাট করছে এবং নির্মাণের আগে আমাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়ে দোকান উচ্ছেদ করে। ক্ষতিপূরণ তো দূরে থাক এখন তিনি উল্টো ধমক দিচ্ছেন।
দোকানদার আবদুর রহমান বলেন ব্রীজ নির্মাণের সময় আমার ২লক্ষ? টাকার মালামাল সহ দোকান ছেড়ে দিই। দোকানের ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস ও দেন ঠিকাদার হাছান মোঃ বেলাল। আমাদের ব্রীজটি খুব কাঙ্ক্ষিত তাই সহজেই তাদের জন্য এই সহযোগিতা করি। কিন্তু এখন ক্ষতিপূরণ চাওয়ায় ধমক দিচ্ছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের বাস্তবায়নে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন ১৫ মিটার এই ব্রিজের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৭০ লক্ষ টাকা। ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় ফেব্রুয়ারির শুরুতে এবং কাজ সমাপ্ত হওয়ার সময় ছিল আগস্টের ১৮ তারিখে। মঙ্গলবার সকালে সরেজমিনে এ গিয়ে দেখা যায়, নির্মিত গার্ডার ব্রিজের দুই পাশের সংযোগ সড়কে নামমাত্র কয়েকটা ড্রাম সিট দিয়ে রাস্তা ভরাট করা হয়েছে। এছাড়াও ব্রিজের গার্ডারের নিচ থেকে মাটি নিয়ে সেগুলো দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। বর্ষায় খালের পানির যে স্রোত অনুযায়ী রাস্তা নির্মাণ হচ্ছে না।? এতে এত টাকার সে কাঙ্ক্ষিত ব্রিজের সুফল থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয়রা। সকালে ক্ষতিপূরণের দাবিতে এবং অবৈধভাবে অন্যের মাটি কাটার বিরুদ্ধে কথা বললে স্থানীয়দের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পাওয়ার ম্যাক্স এর প্রোপ্রাইটর হাছান মোঃ বেলাল। ঠিকাদার হাছান মোঃ বেলাল স্থানীয়দের অভিযোগ কে তোয়াক্কা না করে উল্টো বলে সরকারি ব্রিজ আমি সরকারের সাথে বুঝবো। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এনায়েত হোসেন নয়ন তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে আসেন তিনি জনগণের অভিযোগের সাথে একাত্মতা প্রকাশ করে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে কথা বলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে হুঁশিয়ার করে সমস্যার সমাধানের জন্য বলেন। এছাড়া ক্ষতিগ্রস্ত দুই দোকানিকে ব্যক্তিগত তহবিল থেকে তাৎক্ষণিক দশ হাজার টাকা সহায়তা প্রদান করেন। এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, জনগণের দূর্ভোগ লাঘবের জন্য এই ব্রিজ নির্মাণ করা হয়েছে। জনগণের সাথে কোন ভাবে সাংঘর্ষিক কর্মকা-ে না জড়ানোর জন্য ঠিকাদারকে সতর্ক করা হয়েছে। ঠিকাদার এবং স্থানীয় জনপ্রতিনিধি মিলে স্থানীয়দের অভিযোগ কে আমলে নিয়ে সঠিক সমাধানের জন্য নির্দেশ দিয়েছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com