নীলফামারী জলঢাকা ট্রাফিক মোড় বঙ্গবন্ধু চত্বর হতে ডোমার-ডিমলার মেইন সড়কটি প্রশস্ত করায় রাস্তাটি ব্যাপক উচু হয়। উচু হওয়ার কারনে পৌরসভার জিলাপী-পট্টি, গুদড়ি-পট্টি, মসলা-পট্টি, কৈমারী রোড, জিড়ো পয়েন্ট, মুরগী হাটি থেকে সোনালী ব্যাংক পর্যন্ত প্রধান সড়ক থেকে এই সড়ক গুলো অনেকাংশে নিচু হওয়ায় বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলে পানি জমে কাঁদায় পরিনত হয়ে রাস্তা গুলো চলাচলের অনুপযোগী পরে।এতে বাজার করতে আসা সাধারণ মানুষ কে পরতে হয় চরম ভোগান্তিতে।এছাড়া সরেজমিনে দেখা যায়,এ সব রাস্তার দু-পাশে রয়েছে পাইকারি ও খুচরা দোকান পাট। গুদড়ি-পট্টি মুড়ি ব্যবসায়ী আইয়ুব আলী(৩৫) দৈনিক খবরপত্রকে বলেন, বাইক বা অটো গাড়ি এই রাস্তা দিয়ে গেলে চাঁকার ছিটকানো কাঁদা মাটি দোকানে প্রবেশ করে। ভুষি ব্যবসায়ী রবিউল ইসলাম(৩২) জানান, দীর্ঘদিন থেকে এই রাস্তাটি সংস্ককারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পরেছে।পৌর কর্তৃপক্ষের নজরে এই রাস্তাটি পরে না। আর কতটা ভোগান্তি হলে তাদের নজরে আসবে আমার জানা নেই। মসলাপট্টির মুদি ব্যবসায়ী মামুন(২৫) বলেন, মেইন রাস্তা থেকে গলির এ রাস্তাটি হাঁটু পরিমান নিচুঁ হওয়ায় বর্ষার সব পানি এখানে এসে জমা হয়। যানবাহন চলাচলে কাঁদামাটিতে পরিপূর্ণ হয়ে যায়। এতে ব্যবসায়ী সহ ক্রেতাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। এ বিষয়ে পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলুর সাথে দৈনিক খবর পত্রের মুঠোফোনে কথা হলে তিনি বলেন,মেইন সড়ক নির্মাণে বাজারের যে সকল রাস্তা নিচু হয়ে গেছে এসকল রাস্তা উচু হবে আমাদের সংস্কারের পরিকল্পনায় আছে।