শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:২২ পূর্বাহ্ন

ব্রাহ্মণপাড়ায় বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু পানি, ভোগান্তিতে শিক্ষার্থীসহ তিন গ্রামের মানুষ

অপু খান চৌধুরী (ব্রাহ্মণপাড়া) কুমিল্লা
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

হালকা বৃষ্টিতে দিনের পর দিন অধিক সময় ধরে জলাবদ্ধ হয়ে থাকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল-বড়দুশিয়া সড়কের একটি অংশ। এই জনদুর্ভোগ পোহাতে হয় এ সড়কে চলাচলকারী সোবানিয়া দরবার শরীফের সামনে প্রায় এক কিলোমিটার সড়কের অংশ জুড়ে। সড়কের একটি অংশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চলাচলে চরম ভোগান্তির মাঝে চলাচল করছেন এলাকার জনগণ। সে কারণে প্রায়ই দূর্ঘটনার কবলে পড়তে হচ্ছে যাত্রীদের। বড়ধুশিয়া, নাগাইশ ও শশীদল গ্রামের মানুষের চলাচলের একমাত্র সহজ মাধ্যম এ রাস্তাটি।আর সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জমে হাটু পানি। ফলে ভোগান্তির শিকার স্কুল, কলেজের শিক্ষার্থী, শশীদল ষ্টেশনে থেকে ট্রেইনে ভ্রমণকারীসহ ৩ গ্রামের হাজার হাজার যাতায়াতকারী। সরেজমিনে দেখা যায়, শশীদল ইউনিয়নের শশীদল-বড়ধুশিয়া গামী রাস্তায় জলাবদ্ধতার কারণে সোবানিয়া দরবার শরীফের সামনের প্রায় ১ কিলোমিটার রাস্তায় পানি জমে আছে। কিছুদূর গেলেই স্থানীয় বাজার ও শশীদল রেলষ্টেশন। তবে রাস্তায় পানি জমে থাকায় মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে ষ্টেশনে ও বাজারে যেতে। আর স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের দুর্ভোগের কোন অন্ত নেই। এই রাস্তা দিয়ে প্রতিদিন শশীদল আবু তাহের কলেজ, শশীদল গার্লস হাই স্কুল, শশীদল ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়, নাগাইশ সরকারি বঙ্গবন্ধু কলেজ সহ অনেক শিক্ষার্থী স্কুল কলেজে যাতায়ত করে। কথা হয় সরকারী বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থী ফয়সাল হোসেনের সাথে, সে বলে প্রতিদিনই আমাদেরকে কলেজে যেতে নির্দিষ্ট সময়ের আধাঘন্টা আগে বাইরে বেরিয়ে যেতে হয় যানবাহনে গেলে উল্টে যাওয়ার ভয় থাকে এবং হেটে গেলে হাঁটু পানি ভেঙ্গে যেতে হয়। আমরা এই ১ কিলোমিটার রাস্তার দ্রুত পানি নিষ্কাশন ও সংস্কার দাবী জানাই। এছাড়া প্রতিদিন এই রাস্তায় মাটিবোঝাই ট্রাক্টার, মোটরসাইকেল, অটুরিক্সা, সিএনজি ও সাধারণ মানুষ হেটে চলাচল করে। রাস্তায় জলাবদ্ধতা ও খানাখন্দের কারণে রাস্তার অনেক অংশ ভেঙ্গে গেছে। ফলে অনেক সময় গাড়ি উল্টে গিয়ে হতাহত হতে দেখা যায়। জনদুর্ভোগ থেকে রক্ষা পেতে এলাকার সর্বসাধারণ ব্যক্তিগত উদ্যোগে পানি নিষ্কাশন কারার জন্য রাস্তার পাশে পাইপ স্থাপন করে সংস্কার করেও কোন ফল পাচ্ছেন না। এ ব্যাপারে এলাকার শশীদল দি-চাইল্ড একাডেমির প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশীদ, ব্যবসায়ি বাবুল হোসেন, এমদাদুল হক মাস্টার ও মোঃ লতিফ সরদারসহ একাধিক ব্যাক্তি এ প্রতিনিধিকে বলেন, গত ২ বছর আগে এলাকাবাসীর নিজ উদ্যোগে ব্যক্তিগত অর্থ খরচ করে রাস্তার পাশে পাইপ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা সত্বে তা কার্যত কোন কাজে আসছে না। বর্তমানে এ সড়কে সরকারি বরাদ্দ দিয়ে স্থায়ী ভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাস্তাটি রক্ষা করা প্রয়োজন। এ ব্যাপারে স্থানীয় এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com