মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত জলাশয় ও প্রাতিষ্ঠানিক পুকুর, গজারিায় কাজলা নদীতে জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের অভ্যন্তরে অবস্থিত পুকুরসহ উপজেলা ইমামপুর ইউনিয়নে এলাকার নদীতে জলাশয়ে দেশীয় প্রজাতির বিভিন্ন পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী। গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ, ইমামপুর ইউনিয়নে চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু। এছাড়াও জনপ্রতিনিধি, সাংবাদিক,উপজেলা কৃষি অফিসার, প্রানী সম্পদ অফিসার, স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিগণ ও মৎস্য দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য উপজেলার ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলা জলাশয়ে ৩শত ১২ কেজির অধিক দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।