শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন

সদরপুরে ইলিশ উন্নয়নে জনসচেতনা সভা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৩ অক্টোবর, ২০২২

ফরিদপুরের সদরপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় “প্রজণনক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২২” উপলক্ষে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। “প্রজণনক্ষম ইলিশ ধরবেন না, দেশের ক্ষতি করবেন না, প্রতিপাদ্যকে সামনে রেখে ইলিশ শিকার ও সংরক্ষণে নানা কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর সদরপুরের উদ্যোগে গতকাল সোমবার সকালে উপজেলা দরবার হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যন কাজী শফিকুর রহমান। মৎস্য সংরক্ষণ ও মা ইলিশ রক্ষার ওপর বিশেষ বক্তব্য রাখেন মৎস্য প্রকল্প পরিচালক মোঃ জিয়া হায়দার চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, সদরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস, এম মাহমুদুল হাসান।
বক্তারা আগামী ৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত প্রজণনক্ষম মা ইলিশ রক্ষার্থে ইলিশ না ধরার জন্য সবাইকে অনুরোধ করেন এবং আইন অমান্যকারীদেরকে আইনের আওতায় আনার হুশিয়ারি দেন। এছাড়াও সভায় উপস্থিত স্থানীয় জেলেরাও প্রজণন মৌসুমে মাছ না ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com