বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
সবুজ পাতার ফাঁকে সোনালী শিষে স্বপ্ন বুনছেন ভালুকার কৃষকেরা শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব, হুমকিতে ফসলি জমি, সেতুসহ বসতভিটা সানন্দবাড়ীতে দাখিল পরীক্ষা উপলক্ষে প্রস্তুতি সভা শিক্ষার পাশাপাশি সমাজে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ গড়ে তুলতে হবে- লে: কর্নেল মোঃ তাজুল ইসলাম নোয়াখালী খাল পূর্বের জায়গায় খননের দাবিতে বিএনপির মানববন্ধন শ্যামনগরের ১০টি অসহায় পরিবারের ভিটাবাড়ি জবরদখল চেষ্টার প্রতিবোদে সংবাদ সম্মেলন গৌরীপুরে ‘বাংলাদেশ স্কাউটস দিবস’ উদযাপিত নেত্রকোণায় বোরো ধান জোর করে কেটে নেওয়ার অভিযোগ ফিলিস্তিনের সার্বভৌমত্ব নিশ্চিত করতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে-মানববন্ধনে দরবার শরীফের আওলাদগণ নগরকান্দায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

ছুটির দিনে রাজধানীতে গাড়ির চাপ কম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

রাজধানীর সড়কে নেই গাড়ির জটলা। নগরবাসীর নিত্যদিনের সঙ্গী চিরচেনা যানজট নেই। রাস্তাঘাট অনেকটা ফাঁকা। গতকার বুধবার (৫ অক্টোবর) রাজধানীর গুলিস্তান, পল্টন ও রায়েরবাগসহ বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, গাড়ির তেমন চাপ নেই। সরকারি ছুটির কারণে পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই ছুটিতে রয়েছেন। এতে করে গণপরিবহনের সংখ্যাও অনেক কম। বাস চললেও অনেক আসনই ফাঁকা দেখা গেছে।
এ বিষয়ে সময় পরিবহনের চালক বোরহান কবির বলেন, সকালে গাড়ি নিয়ে বের হয়েছি। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভাড়া তুলেছি ১ হাজার টাকার মতো। রাস্তায় যাত্রী নেই। আজ মালিককে দেবো কী আর নিজেরা নেবো কী? কথা হয় নয়ন নামের এক রিকশাচালকের সঙ্গে। তিনি বলেন, রাস্তায় এসে দেখি যাত্রী নেই। এখন পর্যন্ত ছয় জন যাত্রী পেয়েছি। মোট ভাড়া দিয়েছে ২০০ টাকা।
গুলিস্তান ট্রাফিক সিগন্যালে দায়িত্বরত ট্রাফিক সদস্য মনির হোসেন বলেন, আজ ভোর থেকেই গাড়ির কোনো চাপ নেই। মাঝে মধ্যে বাস এলেও বাসে যাত্রী কম। ছুটির কারণে গত মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা ও রাতে ঢাকা ছেড়েছেন অনেক মানুষ। রাজধানীর বাস ও রেলস্টেশন, ল ঘাটে ভিড় দেখা যায়।
উল্লেখ্য, বুধবার (৫ অক্টোবর) বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। দুর্গাপূজা উপলক্ষে আজ সরকারি ছুটি। বন্ধ রয়েছে ব্যাংক, পুঁজিবাজারসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (৬ অক্টোবর) একদিন ছুটি নিলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রোববার ঈদে মিলাদুন্নবীর ছুটি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com