সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

আইপিএল: ব্যালকনি না থাকায় রায়নার নাকি অসুবিধা!

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

আইপিএলে এতগুলো টাকার ঝনঝনানি! কি করে অগ্রাহ্য করলেন সুরেশ রায়না, কেনইবা সংযুক্ত আরব আমিরাতে গিয়েও হঠাৎ দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন? চেন্নাই সুপার কিংসের অভিজ্ঞ এই অলরাউন্ডারের সরে যাওয়ার আসল কারণটা পরিষ্কার নয়। চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কেএস বিশ্বনাথন টুইট করে জানিয়েছিলেন যে, ব্যক্তিগত কারণে দেশে ফিরে যাচ্ছেন রায়না। এই ব্যক্তিগত কারণের মধ্যে অনেকগুলো ঘটনা সামনে চলে আসে। রায়না বলেছিলেন, করোনার এই সময়টায় তার সন্তানদের সুরক্ষার কথা ভেবেছেন। এর মধ্যে আবার পাঞ্জাবে দুষ্কৃতিকারীদের হামলায় প্রাণ হারিয়েছেন রায়নার চাচা। সেই পরিবারে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এটিকেও রায়নার আইপিএল ছাড়ার একটি কারণ মনে করা হচ্ছে।
তবে এবার শোনা গেল অবাক করা আরেক ব্যাপার। ভারতীয় গণমাধ্যমের খবর, দুবাইয়ের হোটেলে নাকি তার জন্য বরাদ্দ ঘর পছন্দ হয়নি রায়নার। সেই ঘরে কোনও ব্যালকনি ছিল না। ব্যালকনি না থাকায় রায়নার নাকি অসুবিধা হচ্ছিল।
চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে যেমন ঘর দেওয়া হয়েছিল, ঠিক তেমনই ঘর নাকি চেয়েছিলেন রায়না। আর এই ঘটনার জেরেই আইপিএল থেকে ফিরে আসা। রায়নার এমনভাবে আইপিএল ছেড়ে আসাকে মেনে নিতে পারছে না তার ফ্র্যাঞ্চাইজি। চেন্নাই সুপার কিংস দলের মালিক এন শ্রীনিবাসন তো বলেই ফেলেছেন, ‘রায়না উপলব্ধি করবে যে কতগুলো টাকা সে হারালো।’ থাকার জায়গা পছন্দসই না হওয়ায় এত বড় একটা টুর্নামেন্ট ছেড়ে চলে আসলেন? সত্যিই কি এটাই আসল কারণ? রায়না নিজে মুখ না খুললে অবশ্য কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com