বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
জানমালের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দায়ের করলেন দৈনিক খবরপত্রের শ্রীমঙ্গল প্রতিনিধি এহসান বিন মুজাহির জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে পিরোজপুরে আহত ও শহীদদের স্মরণসভা ব্যাংকিং সেবাখাতে উৎকর্ষের ২৫ বছর উদযাপন করল ব্যাংক এশিয়া শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও সেবা এগ্রো-টেক এন্ড সীডস লিমিটেড এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান

গজারিয়ায় ৯শত গ্রাম গাঁজা উদ্ধার; আটক ২

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

গজারিয়া উপজেলা নয়শত গ্রাম গাঁজা-সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো মুন্সীগঞ্জের জেলা গজারিয়া থানার লক্ষীপুর (পশ্চিম পাড়া),গ্রামের মোঃগাফ্ফার প্রধানের মেয়ে রিনা আক্তার(২৮)। কবির হোসেনের ছেলে মোঃ আশরাফুল ইসলাম(১৯)। পলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ৬টা থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী সার্বিক তত্ত্বাবধায়নে এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক হযরত আলী সঙ্গীয় এএসআই(নিঃ)/মোঃ আমিনুর রহমান, এএসআই(নিঃ)/জামাদুল ইসলাম, এএসআই(নিঃ)/আনিছুর রহমান ও তার টিম গজারিয়া থানাধীন ভবেরচর ইউনিয়নের অন্তর্গত ভবেরচর সাকিনস্থ ভবেরচর বাসষ্ট্যান্ড সংলগ্ন যাত্রী-ছাউনীর পিছনে অটোষ্ট্যান্ড বালুর মাঠে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এলাকায় মাদকদ্রব্য উদ্ধার করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ভবেরচর বাসষ্ট্যান্ড সংলগ্ন যাত্রী-ছাউনীর পিছনে অটোষ্ট্যান্ড বালুর মাঠে মাদক এক ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে গজারিয়া থানা পুলিশের ঐ টিম মঙ্গলবার সকাল ৬ টায় ঘটনাস্থল হতে আসামী রিনা আক্তার ও মোঃ আশরাফুল ইসলাম কে আটক করে। এসময় আসামীর কাছ থেকে নয়শত গ্রাম গাঁজা উদ্ধার হয়। গজারিয়া থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯শ গ্রাম গাঁজা ও নাম্বার বিহীন ব্যাটারী চালিত অটো মোঃ আশরাফুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ কর হয়।অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষে এধরনের অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com