মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

কাপাসিয়ায় মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ফুটবল খেলা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

গাজীপুরের কাপাসিয়ায় মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে কাপাসিয়া উপজেলার কোটবাজালিয়া আদর্শ যুবকল্যান সংঘের উদ্যোগে কোটবাজালিয় চৌরাস্তা সংলগ্ন মাঠে ধানগবেষনা ইন্সটিটিউট প্রগতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ বেলায়েত হোসেন বিল্লালের সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। খেলাটি উদ্বোধন করেন ভাকোয়াদী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এ কে এম মাহবুবুল আলম খান (দিলীপ)। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- নাট্যকার ও এমপি সুবর্না মোস্তফা, কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোরর্শেদ খান, নাট্যকার আফছানা মিমি, চাঁদপুর ইউপি চেয়ারম্যান ইকবাল মাহমুদ খান, কাপাসিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রমুখ উক্ত খেলায় গাজীপুরের শিমুলতলী স্পোটিং ক্লাব ২-১ গোলে নরসিংদীর ঘোড়াশাল কিংস একাডেমীকে পরাজিত করেন। পরে উভয় দলের মাঝে পুরস্কার বিতরন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com