শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন

শিবগঞ্জে কালভার্ট ভেঙ্গে পড়ায় ৫ হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগ

মোহাম্মদ আলী,বগুড়া প্রতিনিধি :
  • আপডেট সময় শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক শোলাগাড়ী গ্রামের কালভার্ট ভেঙ্গে পড়ায় যান চলাচল বন্ধ হওয়ায় ৫ হাজার মানুষের চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, উপজেলার কিচক শোলাগাড়ী গ্রামের ইট সোলিং রাস্তা দিয়ে ওই গ্রামের হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে আসছে। বর্তমানে ওই গ্রামের প্রবেশদার শোলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াতের রাস্তা আব্দুল ওহাব এর বাড়ির পার্শ্বে কালভার্টি ভেঙ্গে পড়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কালভার্টি ভেঙ্গে পড়ায় অত্র গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত ফসলাদি বাজারজাত করতে পারছে না ফলে কৃষকরা একদিকে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর পাশাপাশি শিক্ষার্থীরা নিয়মিত ভাবে বিদ্যালয়ে যেতে পারছে না। শোলাগাড়ী গ্রামের কৃষক তৈয়ব আলী মুন্সি (৮৫) বলেন, এ রাস্তা দিয়ে আমাদের গ্রামের মানুষরা ভ্যান দিয়ে কৃষি পণ্য বাজারজাত করে আসছি। কিন্তু বর্তমানে কালভার্টি ভেঙ্গে পড়ায় এখন আমাদের অনেক কষ্ট করে কৃষি পন্য বাজার জাত করতে হচ্ছে। কিচক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোশারফ হোসেন বলেন, এই গ্রামের কোমলমতি শিশুরা অতি কষ্ট করে বিদ্যালয়ে যাতায়াত করে। সমাজ সেবক ও জাপা নেতা আব্দুর রহিম বলেন, কালভার্টি ভেঙ্গে পড়ায় কৃষকদের কৃষি পণ্য নিয়ে বাজারে যেতে খুব কষ্ট হয় তাই কালভার্টি নির্মাণের জন্য করার জন্য সংশ্লিষ্টদের সু-দৃষ্টি কামনা করছি।। উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা জিন্দার আলী বলেন, টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে জরুরী ভিত্তিতে কালভার্টি পুনরায় নির্মাণ কাজ শেষ করা হবে। করার জন্য সংশ্লিষ্টদের সু-দৃষ্টি কামনা করছি।এছাড়া এলাকার সচেতন মহল জরুরী ভিত্তিতে কালভার্টি নির্মাণের জন্য দাবী জানিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com