বর্তমান এই অবৈধ আওয়ামীলীগ সরকারের বিদ্যুৎ এখন জাদুঘরে। কুইক রেন্টাল এর মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাট করে দেশে বিদ্যুতের এই অবস্থা করেছে আওয়ামীলীগ সরকার।এই অবৈধ সরকার দেশের মানুষের কষ্ট বোঝেনা। রিজার্ভের টাকা লুটেপুটে খেয়ে যাচ্ছে। দেশে দুর্ভিক্ষ হলে এর দায় পুরোটাই এই অবৈধ সরকারকে নিতে হবে। আজকে ১০ টাকা কেজি চাল খাওয়াবে বলে ৮০ টাকা কেজি চাল কিনতে হচ্ছে। অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের আহবান জানান। বদলগাছী উপজেলা বিএনপির সম্মেলন সুষ্ঠু, প্রাণবন্ত এবং সুশৃঙ্খল হয়েছে। যা রাজনৈতিক দলের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ৩০ অক্টোবর বদলগাছী স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বদলগাছী উপজেলা শাখার দ্বি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, কৃষকদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এবং নওগাঁ -৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফজলে হুদা আকন্দ বাবুল, জাতীয়তাবাদী দলের রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড সৈয়দ শাহীন শওকত, নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, বদলগাছী উপজেলা বিএনপির আব্দুল হাদী চৌধুরী টিপু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, উপজেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন চৌধুরী প্রমুখ। কাউন্সিলরদের মনোনয়নের ভিত্তিতে ফজলে হুদা আকন্দ বাবুলকে সভাপতি এবং আব্দুল হাদী চৌধুরী টিপুকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী। উক্ত সম্মেলনে বদলগাছী উপজেলার স্মরণ কালের বৃহৎ রাজনৈতিক কাউন্সিল সমাবেশ হয়েছে বলে এলাকাবাসী মনে করছেন।