নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া প্রফেসী গ্রামার স্কুলের ১০ বছর পুর্তী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৫ নভেম্বর বেলা ১১ টার দিকে প্রফেসী গ্রামার স্কুল মিলনায়তনে ১০ বছর পুর্তী বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শুরুতেই কোরআন তিলাওয়াতের পর অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। পরে জাতীয় সংগীত মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যকম শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন।প্রধান অতিথি তার বক্তব্যে ডিজিটাল ডিভাইস আসক্তি থেকে সন্তানদের বাঁচাতে অবিভাবকদের সতর্ক করেন। তিনি সন্তানদের ডিজিটাল ডিভাইস আসক্তি থেকে মুক্ত রাখতে বিভিন্ন সমাজিক কার্যক্রম, ছবি আকা, বই পড়া ইত্যাদি কর্মকা-ে সন্তানকে যুক্ত করার পরামর্শ দেন।এসময় তিনি আরও বলেন, এই এলাকার মানুষের মধ্যে বিদেশে যাওয়ার প্রবনতা অনেক বেশি। কিন্তু অধিকাংশ দক্ষ না হয়েই বিদেশে পাড়ি দিচ্ছে যেকারণে তারা তাদের পরিশ্রমের ন্যায্য মজুরি পাচ্ছেনা। এক্ষেত্রে বিদেশে শ্রম দিতে যাওয়ার আগে কর্মদক্ষতা অর্জন করার পরামর্শ দেন। নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে যুব সমাজকে মাদক থেকে দুরে থাকার জন্য সতর্ক করেন। অবিভাবকদের প্রতি তিনি কণ্যা সন্তানদের বাল্যবিবাহ না দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করতে অনুরোধ করেন। পাশাপাশি যদি কোন শিক্ষার্থী অর্থের জন্য পড়াশোনা করতে না পারেন তাহলে তার শিক্ষার জন্য সার্বিক সহায়তায় আশ্বাস দেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী থানা অফিসার ইনচার্জ কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন, উপজেলা শিক্ষা অফিসার এমরান হোসেন, উপজেলা নির্বাচন অফিসার আহসান হাবিব, সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি খোরশেদ আলম,১০ নং আমিশাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সেলিম,সভাপতি প্রফেসী গ্রামার স্কুল সামছুল করিম,সাবেক প্রধান শিক্ষক আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্রালয় চন্দ্রাদয় মজুমদার, সভাপতি বিহিরগাঁও দরিদ্র বিমোচন তহবিল আবদুল মন্নান, সভাপতি মেড়িপাড়া ফাউন্ডেশন মহিন উদ্দিন, প্রমুখ।অনুষ্ঠানে প্রফেসী গ্রামার স্কুলের সকল শিক্ষার্থী ও অবিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন পরিচালক ও প্রফেসী গ্রামার স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। এসময় অনুষ্ঠানে অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।উপস্থিত অতিথিদের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয়।