সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন ও নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় সংসদ। এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা ছাড়াও শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরসহ অন্য সংসদ সদস্যরা। এরপর তাদের সম্মানে সংসদের রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি করা হয়।
গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের নবম অধিবেশনে তাদের নামে শোকপ্রস্তাব আনা হয়। এছাড়া বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতেও শোক জানিয়েছে সংসদ। বর্তমান সরকারের এ দুই সংসদ সদস্যসহ অন্যদের মৃত্যুতে স্পিকারের আনা শোকপ্রস্তাব সংসদে সর্বসন্মতক্রমে গ্রহণ করা হয়।এছাড়াও সাবেক মন্ত্রী শাজাহান সিরাজ, লে. কর্নেল (অব.) এইচ এম এ গাফ্ফার, আবুল কাশেম, সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান, টি এম গিয়াস উদ্দিন আহমেদ, সাবেক হুইপ মো. আশরাফ হোসেন, সাবেক সংসদ সদস্য আজিজুর রহমান, আ ন ম নজরুল ইসলাম, শেখ মো. নুরুল হক, এ টি এম আলমগীর, সুলতান উদ্দিন ভূঁইয়া, ড. শাহজাহান আলী তালুকদার, গ্রুপ ক্যাপ্টেন (অব.) সাইফুল আযম, কমরুদ্দিন এহিয়া খান মজলিস ও ইঞ্জিনিয়ার শামছউদ্দিন আহমেদের মৃত্যুতেও শোক জানিয়েছে সংসদ। শোক জানিয়েছে সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত, সেক্টর কমান্ডার অবু ওসমান চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বদরউদ্দিন আহমদ কামরান, প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী, আইন সচিব নরেন দাস, সাবেক আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক দুলাল, বিশিষ্ট চিত্র শিল্পী মুর্তজা বশীর, সাংবাদিক কামাল লোহানী, রাহাত খান, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আকরামুজ্জামান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু, সংসদ সদস্য সাইফুজ্জামান শেখরের মা ও মাগুরা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম মনোয়ারা জামান, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, ভাষা সংগ্রামী ডা. সাঈদ হায়দার, একুশে পদকপ্রাপ্ত আলাকচিত্রী সাইদা খানম, সঙ্গীত ব্যক্তিত্ব সুরকার আলাউদ্দিন আলী, কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর, ভাস্কর মৃণাল হক, টেলিভিশন ব্যক্তিত্ব বরকতউল্লাহ, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের একান্ত সচিব ও ছোট ভাই আব্দুল হাইয়ের মুত্যুতেও।
এছাড়া নারায়ণগঞ্জের তল্লায় এসি বিস্ফোরণ, লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ, ভারতের কেরালার কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় নিহতের স্মরণে শোক ও দুঃখ প্রকাশ করেছে সংসদ। দেশে-বিদেশে করোনায় আক্রান্ত ও বিভিন্ন দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।