বুধবার, ০৮ মে ২০২৪, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
নানা রঙের ফুলে রঙিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক কর্মসৃজন কর্মসূচি প্রকল্পে পাল্টে যাচ্ছে মেলান্দহের মাহমুদপুরের চিত্র জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত একজন ওসমানীতে ভর্তি বরিশাল সদর ও বাখেরগঞ্জ উপজেলা নির্বাচনের ভোট গ্রহন আজ আজ কেশবপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৩টি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন হালদায় ডিম ছেড়েছে কার্প জাতীয় মাছ রাষ্ট্রিয় মর্যাদায় সৈয়দ বিল্লাল হোসেনের দাফন সম্পন্ন নান্দাইলের কৃতিসন্তান কবি আবদুল হান্নানের শ্রেষ্ঠত্ব অর্জন শ্রীপুরে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর যুবদল সভাপতি টুকুর মুক্তির দাবিতে তারাকান্দায় বিক্ষোভ মিছিল

বাংলাদেশে আর কোনদিন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আসবে না-ওবায়দুল কাদের

ইমাম হোসেন মাসুদ, পিরোজপুর:
  • আপডেট সময় রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

বিশ্বের কোন দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই। আর তাই বাংলাদেশেও কোনদিন আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (এমপি)। রোববার দুপুরে পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন,
বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মত বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, এক সময় বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়াও তত্ত্ববধায়ক সরকারের বিরোধীতা করছে। অথচ আজ তারাই তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলছে। যেহেতু উচ্চ আদালতের রায়ের মাধ্যমে এ সমস্যার সমাধান হয়েছে। আর তাই তত্ত্ববধায়ক সরকারের স্বপ্ন দেখে আর লাভ নাই। আওয়ামী লীগের প্রভাবশালী কেন্দ্রীয় এ নেতা আরও বলেন, সারা বিশে^ দ্রব্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ অতিষ্ঠ। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। কিন্তু এ কারণে কোন দেশের নাগরিকরা তাদের সরকারের পতন দাবি করে না। অথচ বিএনপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দোহাই দিয়ে সরকারের পতন দাবি করছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এ মন্ত্রী আরও বলেন, বিএনপি যে বিভাগীয় সমাবেশ করেছে সেখানে তেমন লোকজন সমাগম করতে পারে নাই। এছাড়া আগামী ১০ ডিসেম্বরে বিএনপি যে জনসমাবেশের ডাক দিয়েছে সেখানে আওয়ামী লীগও মাঠে থাকবে বলে হুশিয়ারি দেন তিনি। সেখানে কোন বিশৃঙ্খলা করলে তার সমোচিত জবাব দেওয়া হবে বলেও জানান তিনি। জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য আমীর হোসেন আমু (এমপি) এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ (এমপি)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির য্গ্মু সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এবং মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম (এমপি) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ,দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন এমপি সহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সর্বশেষ ২০১৫ সালের ১১ ডিসেম্বর পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com