বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
শ্রীমঙ্গলে আগাম জাতের আনারসের বাম্পার ফলন, ন্যায্য দাম পেয়ে খুশি চাষিরা ধনবাড়ীতে ৬ ওষুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা শেরপুরে কানাডা প্রবাসীর জমি বেদখলের অভিযোগে সংবাদ সম্মেলন কালিয়ায় ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তি মেলা বাকাল মোহাম্মাদিয়া জামে মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য আর্থিক সহায়তা প্রদান বদলগাছীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম নগরকান্দায় সামাজিক সম্প্রীতি সমাবেশ গরমে স্বস্তি দিতে বাগেরহাটে বিশুদ্ধ ঠান্ডা পানি, স্যালাইন ও শরবত বিতরণ বন্দরে যত্রতত্র পার্কিং,জ্যামে নাকাল জনজীবন, মারাত্মক দুর্ঘটনার আশংকা রায়গঞ্জে চার জয়িতার সাফল্য গাঁথা

জবি সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন

শাহীন আলাম, জবি প্রতিনিধি :
  • আপডেট সময় শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ( জবি) সাহিত্য সংসদের ২০২২-২৩ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সংগঠনটির প্যাডে সংগঠনের মডারেটরদের স্বাক্ষর সংবলিত উক্ত কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী আলিমুল ইসলাম, সহ-সভাপতি হিসেবে আছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মিনহাজুল ইসলাম, সাধারণ সম্পাদক হয়েছেন ইংরেজি বিভাগের মো. সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন একই বিভাগের আছিয়া খাতুন। তারা সবাই ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এছাড়াও অন্যান্যের মধ্যে আছেন সাংগঠনিক সম্পাদক উম্মে হানি ও সোহাগ কুমার ঘোষ, দপ্তর সম্পাদক শেখ শাহরিয়ার, সাংস্কৃতিক সম্পাদক উম্মে তাহমিনা জারিফ মিশু, সাহিত্য সম্পাদক রিদুয়ান ইসলাম, প্রকাশনা সম্পাদক তারিক হাসান, অর্থ সম্পাদক মেহেদী হাসান, পাঠচক্র সম্পাদক শিউলি আক্তার, পাঠাগার সম্পাদক মোশফিকুর রহমান ইমন ও কার্যকরী সদস্য অনুপম মল্লিক আদিত্য, মোঃ মেহেদী হাসান এবং ইউছুব ওসমান।
সংগঠনটির সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের গঠনতন্ত্রের ৭ নং ধারা অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে। একইসাথে বলা হয়েছে কার্যনিবাহী কমিটির সিদ্ধান্তের মাধ্যমে পরবর্তীতে সাধারণ সদস্যের মধ্যে থেকে ৩৫ জন কার্যকরী সদস্য মনোনীত হবেন।
জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ বেশ কয়েকবছর ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করে আসছে। বিভিন্ন সময়ে তারা সাহিত্য চর্চামূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
সভাপতি আলিমুল ইসলাম বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহিত্যানুরাগী করার চেষ্টা চালাচ্ছি। সংগঠনের পক্ষ থেকে সাহিত্য পত্রিকা প্রকাশের পরিকল্পনাও আছে আমাদের।”




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com