রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪১ অপরাহ্ন

সীমান্তে ভারতীয় প্রসাধনীসহ চারজনকে আটক করেছে বিজিবি

নীলফামারী প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

পঞ্চগড় সীমান্তে ভারতীয় প্রসাধনী ও ঔষধসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ডানাকাটা আউটপোস্ট(বিওপি)। সোমবার মধ্যরাতে বোদা উপজেলার সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে ডানাকাটা বিওপির অভিযানিক দল। এ সময় একটি মাইক্রোবাস, পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বিজিবি নীলফামারী ব্যাটালিয়ন(৫৬বিজিবি) সুত্র জানায়, ডানাকাট বিওপি সীমান্ত পিলার ৭৭৩ এমপি হতে দেড় কিলোমিটার বাংলাদেশ অংশে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঠাঁকুরগাও জেলার দক্ষিণ বঠিনা এলাকার ভেকদল বর্মণের ছেলে তুলশী বর্মণ(৩৭), কচুবাড়ি এলাকার কালিবাবুর ছেলে প্রদীপ বর্মণ(২৩), বড়গা চামেশ্বরী এলাকার শমসের আলীর ছেলে হারুন অর রশিদ(২৬) ও পন্ডিতপাড়ার খলিলুর রহমানের ছেলে নুরুজ্জামান মানিক(৩৫) কে আটক করা হয়। বিজিবি নীলফামারী ব্যাটালিয়ন অধিনায়ক মোঃ মামুনুল হক জানান, উদ্ধার হওয়া ভারতীয় মালামালের মুল্য ১৬লাখ ৭৭হাজার ১৫০টাকা। আটকদের বিরুদ্ধে মামলা করে তাদের মঙ্গলবার সকালে বোদা থানায় হস্তান্তর করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com