জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা.শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে মিছিল করছে জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতাকর্মীরা। মিছিল শেষে চলে যাওয়ার সময় ছাত্র শিবিরের নেতাকর্মীদের ধাওয়া করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে ব্যস্ততম রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু করে জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি কাদিরগঞ্জ হয়ে দড়িখরবোনা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে শিবিরের নেতাকর্মীরা উপশহরের দিকে চলে যাওয়ার সময় স্থানীয় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা লাঠি-সোঠা নিয়ে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। উল্লেখ্য, গত সোমবার দিনগত রাতে রাজধানীর নিজ বাসা থেকে ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। পরে সিটিটিসি জানায়, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কী অভিযোগ বা কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। গতকাল মঙ্গলবার ডিএমপির মিডিয়া আ্যন্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন গণামাধ্যমকে বলেন, ‘জামায়াতের আমিরকে ডিবি আটক করেনি। তাকে গ্রেপ্তার করেছে। ’নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, জামায়াতের একটি মিছিল হঠাৎ বের করে শেষ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই তারা পালিয়ে যায়।