ময়মনসিংহের হালুয়াঘাটে কৈচাপুর ইউনিয়নে অধিকাংশ কাচা রাস্তা গুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। সরেজমি গিয়ে দেখা যায়, উপজেলার গাঙ্গীনারপাড়, বোর্ডবাজার, ফকিরপাড়া, কড়ইকান্দা, নলুয়া, মাইজপাড়া, দর্শারপাড়, রুহি পাগারিয়াসহ বেশ কিছু কাচাঁ রাস্তার অবস্থা বেহাল দশা। দীর্ঘদিন ধরে এইসব রাস্তা সংস্কার না হওয়ার ফলে সামান্য বৃষ্টিতেই কাঁদা মাটিতে একাকার হয়ে যায়। সাম্প্রতিক বর্ষণে খানাখন্দে পানি জমে থাকায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে জনদূর্ভোগ। সরেজমিনে গিয়ে দেখা যায়, গাঙ্গীনারপাড় ব্রীজ সংলগ্ন পুর্ব দিকে প্রায় ৩ কিলোমিটার কাচা রাস্তা যা চলাচলের অনুপযোগী হয়ে পরছে। বর্ষাকালে নদী পথ ছাড়া বিকল্প কোন ব্যবস্থা নেই। এই এলাকায় প্রায় আড়াই থেকে ৩ হাজার মানুষের বসবাস। রয়েছে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও একটি মহিলা মাদ্রাসা। বোর মৌসুমে হাজার হাজার মন ধান ও কৃষি পন্যের বাম্পার ফলন হলেও রাস্তার অভাবে নেয্যমূল্য থেকে বঞ্চিত কৃষকেরা। স্থানীয় আমজাত হোসেন জানান, দীর্ঘদিন ধরে হালুয়াঘাট কৈচাপুর ইউনিয়নে কোন ধরনের উন্নয়নের ছোয়া লাগেনি। নির্বাচন সামনে আসলেই ভিক্ষুক থেকে কোটিপতিদের পা ধরে প্রতিজ্ঞা করে যে, এইবারে নির্বাচনে পাশ করলে অত্র ইউনিয়নের কাচা রাস্তা-পাকা করণ, জনদূর্ভোগ থেকে মুক্তি আরো কত কি বলেন? নির্বাচনে বিজয়ী হয়ে পূর্বের দেওয়া অঙ্গিকার সব ভুলে গিয়ে নিজেদের আখের গুচানোর চেষ্টা করে। আকিকুল ইসলাম বলেন, আমরা অবহেলিত জনদূর্ভোগ ইউনিয়নের বাসিন্দা। মরহুম সাবেক আজিজ চেয়ারম্যান, মোবারক মীর তাদের আমলে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়নি অত্র ইউনিয়নবাসী। রাস্তাঘাটের প্রতি যতেষ্ট নজর দিয়েছেন তারা। থানার দালালী আর বিচারের নামে অর্থ হাতিয়ে নেওয়ার কোন লোভ লালসাই ছিলনা তাদের। জনদূর্ভোগ নিরসনের জন্য ইউনিয়নবাসীর পাশে দাড়াঁতে স্থানীয় সাংসদ জুয়েল আরেংকে অনুরোধ জানান তিনি। কৈচাপুর ইউপি চেয়ারম্যান জাহিদ আহমেদ সারোয়ার জাহান জাহাঙ্গীরের সাথে মুটোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।