রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

জনদুর্ভোগ নিয়ে কলমাকান্দা ও দুর্গাপুর বাসিন্দাদের মানবববন্ধন: স্মারকলিপি প্রদান

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

ঠিকাদারের ধীরগতি কাজের ফলে নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে বছর পার হলেও কাজ সম্পন্ন না হওয়ায় এবং অসংখ্য খানাখন্দসহ বড় বড় গর্তের কারণে কলমাকান্দা-দুর্গাপুর সড়কে দুই উপজেলার জনসাধারণের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে। এ নিয়ে মানববন্ধন করেছে কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার সর্বস্তরের মানুষ। সকাল সাড়ে ১০টায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নাজিরপুর ইউনিয়নের পশ্চিম নাজিরপুর বাজার থেকে দুর্গাপুর মধুয়াকোনা বাজার পর্যন্ত এ মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এতে দুই উপজেলার হাজারেরও ওপর মানুষ অংশগ্রহণ করেছেন। এ মানববন্ধনের বক্তব্য রাখেন কলমাকান্দা উপজেলা আওয়াামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, জেলা পরিষদের সদস্য ইদ্রিস আলী তালুকদার, যুগ্ম-সম্পাদক ইসলাম উদ্দিন ও জেলা পরিষদের সদস্য আব্দুল আজিজ সম্রাট, নাজিরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম মন্ডল ও সাধারণ সম্পাদক মফিজ আলী আরও অনেকে। মানববন্ধন শেষে কলমাকান্দা-দুর্গাপুর সড়কের সংস্কার কাজ দ্রত সম্পন্ন করার জন্য কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) এর মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন মানববন্ধনের অংশগ্রহণকারীরা। এ নিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান ডলি কনস্ট্রাকশন লিমিটেড এর সাথে যোগাযোগ করা হলে, কোন কর্মকতাই কথা বলতে রাজি হয়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com