চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে স্ত্রী ছেলে নাতি-নাতনিদের নিয়ে সুখী পরিবার কাঙ্গাল বসাকের। কয়েকদিন আগেও নাতনির জন্মদিন পালন করেছেন কাঙ্গাল বসাক ও তার স্ত্রী ললিতা বসাক। হাসিখুশি এই পরিবারটি বৃহস্পতিবার রাতেও স্বস্তিতে ঘুমাতে গিয়েছিলো।
কে জানতো তাদের আর সকাল দেখা হবে না। ভোর রাতের ভয়াবহ আগুনে পুরো পরিবারটিই পুড়ে অঙ্গার হয়ে যাবে। গতকাল শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর রাতের ভয়াবহ আগুনে কাঙ্গাল বসাকের পরিবারের ৫ সদস্যই পুড়ে মারা গেছেন। একমাত্র বেঁচে থাকা খোকন বসাকের দেহও ৮০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
ঘটনাস্থল পরিদর্শন করে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন জানান, কাঙ্গাল বসাকের বাড়ির একটিই দরজা। ভোর রাতের দিকে দরজার কাছে রাখা একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন লাগে। মুহূর্তেই তা বাড়িতে ছড়িয়ে পড়ে। এই সময় বাড়ির ভেতর থেকে বের হওয়ার একমাত্র দরজাটি বন্ধ হয়ে যায়। অগ্নিদগ্ধ অবস্থায় একমাত্র খোকন বসাক বাড়ি থেকে বের হতে পারলেও বাড়ির ভিতর জীবন্ত অবস্থায় পুড়ে মারা যায় খোকন বসাকের বাবা-মা ও স্ত্রী-সন্তানরা। নিহতরা হলেন- খোকন বসাকের বাবা কাঙ্গাল বসাক (৭০), মা ললিতা বসাক (৬০), স্ত্রী লাকি বসাক (২৫), ছেলে সৌরভ বসাক (১২) ও মেয়ে সায়ন্তী বসাক (৬)। খোকন বসাক নিজেও এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। মর্মান্তিক এই ঘটনায় পুরো পারুয়া ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।- রাইজিংবিডি.কম