রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন

আফিফ-রাসুলির ফিফটিতে চট্টগ্রামের জয়

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আফিফ হোসেন ও দারউইস রাসুলির ফিফটিতে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুরুতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান তুলে ঢাকা ডমিনেটর্স। রান তাড়া করতে নেমে ১৪ বলে ও ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত হয় চ্যালেঞ্জার্সের। রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই শূন্যরানে আউট হন ওপেনার আল আমিন। আরেক ওপেনার উসমান খানের ব্যাট থেকে এসেছে ২২ রান। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি স্বাগতিকদের। তৃতীয় উইকেট জুটিতে আফিফ হোসেন ও দারউইস রাসুলের গড়া ১০৩ রানের জুটিতে জয় নিশ্চিত হয় চট্টগ্রামের। এই দুই ব্যাটারই ব্যক্তিগত অর্ধশতকের দেখা পান। ৫২ বলে ৬৯ রানে আফিফ ও ৩৩ বলে ৫৬ রানে রাসুল অপরাজিত থাকেন। আফিফ ম্যাচ সেরা নির্বাচিত হন।
এর আগে ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকা ডমিনেটর্সের দলনেতা নাসির হোসেন। ব্যাট হাতে ধীরগতিতে ব্যাট করছিলেন দুই ওপেনার উসমান গনি ও মিজানুর রহমান। ৯.২ ওভারে ৬০ রান আসে ওপেনিং জুটিতে। ৩৩ বলে ২৭ রানে ফেরেন মিজানুর। এদিকে ৩৩ বলে ৪৭ রান করেন গনি। এরপর ৪ রানে সৌম্য সরকার ও ৯ রানে মোহাম্মদ মিঠুন সাজঘরের পথ ধরলে ক্রিজে দাঁড়ান দলনেতা নাসির হোসেন। ২২ বলে চারটি চারের মারে ৩০ রান করেন নাসির। মোহাম্মদ ইমরান আউট হন ৫ রানে। এদিকে ১৮ বলে ২৯ রানে আরিফুল ইসলাম ও শূন্যরানে আমির হামজা অপরাজিত থাকেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন নিহাদুজ্জামান ও মেহেদি হাসান রানা। এছাড়া একটি করে উইকেট করে নিয়েছেন শুভাগত হোম ও মালিন্দা পুষ্পকুমারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com