নব্বই পরবর্তী দু’টি দলের অপশাসনে জনগণ দিশেহারা বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, সুশাসনের আশায় এখন তারা এই দুই দলের বাইরে বিকল্প শক্তি খুঁজছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় তিনি চলমান উপনির্বাচনে পার্টির সকলকে ঐক্যবদ্ধভাবে লাঙ্গলের পক্ষে কাজ করার নির্দেশ প্রদান করেন। চুন্নু বলেন, রাষ্ট্র পরিচালনায় জাতীয় পার্টির সমৃদ্ধ অতীত আছে। তাই জাতীয় পার্টি জনগণের সেই প্রত্যাশিত দল। জাতীয় পার্টি সবসময় জনগণের পক্ষে কাজ করে যাচ্ছে। তাই নির্বাচনের মাঠে লাঙ্গল জনগণের সেই ভরসার প্রতীক। জাতীয় পার্টিও জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকারাবদ্ধ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান তারেক এ আদেল, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, জেলা সদস্য সচিব নাছির খানসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।