সিরাজগঞ্জের তাড়াশে বোরো মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে কৃষকদের রাতে জমিতে সেচ দেওয়ার জন্য বলেছেন স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিস। পল্লী বিদ্যুৎ সমিতি তাড়াশ জোনাল অফিস সূত্র জানিয়েছেন, নতুন নীতিমালা অনুযায়ী রাত ১১টা থেকে সকাল ৮টার মধ্যে জমির সেচ কাজ করে নিতে হবে। বিশেষ করে, এই সময়ে একটানা ভালো বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাবে। লো-ভোল্টেজের কোনো আশঙ্কা থাকেনা। এ ছাড়াও রাতে ট্রান্সফরমার চুরি হওয়ার ভয় থাকেনা। এদিকে সরেজমিনে দেখা যায়, অধিকাংশ কৃষক দিনের বেলায় সেচযন্ত্র চালিয়ে বোরো জমিতে পানি দিচ্ছেন। তাড়াশ পৌর এলাকার ভাদাশ গ্রামের কৃষক খয়বার হোসেন ও বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের কৃষক আজম আলী বলেন, সাধারণত তারা দিনের বেলাতেই সেচকাজ সম্পূর্ণ করে থাকেন। এ প্রসঙ্গে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির তাড়াশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নিরাপদ কুমার দাশ দৈনিক খবরপত্রকে বলেন, দিনের বেলাতে বোরো জমিতে সেচ দেওয়া যাবেনা। এ জন্য কৃষকদের সচেনতাই মুখ্য।