শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন

বীর মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

জামালপুরের সরিষাবাড়ীতে প্রভাবশালী আব্দুল গফুর ও আব্দুল আজিজের পরিবারের নানা অত্যচার ও মিথ্যা মামলা থেকে রেহাই পেতে বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম মোস্তফার পরিবার সংবাদ সম্মেলন করেছে। গতকাল সোমবার দুপুর ১২ টায় সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম মোস্তফা’র স্ত্রী শাহানা পারভীন লিখিত বক্তব্য বলেন, সরিষাবাড়ী পৌর সভার মেইন রোডস্থ শিমলা বাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম মোস্তফা’র ক্রয়কৃত ভুমিতে দীর্ঘ দিন যাবত সিমানা প্রাচীরের মধ্যে ৪টি বসত ঘর ও ১টি দোকান ঘর ভাড়া দিয়ে ভোগবান রয়েছি। প্রাচীরের মধ্যে খালি জায়গায় বহুতল বিশিষ্ট আবাসিক অবকাঠামো নির্মানে লে-আউট প্লান অনুমোদন স্বাপেক্ষে ভবন নির্মান কাজ চলমান রয়েছে। ওই চলমান কাজ সরিষাবাড়ী পৌর সভার শিমলা বাজারের প্রভাবশালী আব্দুল গফুর ও আব্দুল আজিজের ইন্ধনে প্রভাবশালী আব্দুর গফুর এর ছেলে শাহীন আশিক ও তার কিছু ভাড়াটিয়া লোকজন ৫ লাখ টাকা দাবী করে। দাবীকৃত টাকা না দেওয়ায় ওই নির্মানাধীন ভবন নির্মানে পৌর সভার সকল শর্ত মেনে কাজ চলমান রাখলেও কুটকৌশলীরা পৌর কতৃপক্ষের নিকট মিথ্যা তথ্য প্রদান করে অভিযোগ দেয়। এর পরেও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার জমি জবর দখলে রাখতে কাজ বন্ধ করে দেয়া সহ মিথ্যা তথ্যে দিয়ে নানা কুট কৌশলে মিথ্যা মামলা দায়ের করেছেন। এ ছাড়াও প্রভাবশালী আব্দুর গফুর ও আব্দুল আজিজ তার লোকজন দিয়ে বিভিন্ন সময় অসদাচরণ ও গালমন্দ করে। এ সব আচরনের প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধার স্ত্রী শাহানা পারভীন কে রড় দিয়ে মারধর করার উদ্যত পরিস্থিতি সৃষ্টি করে, এবং সর্বদাই উৎপেতে থেকে মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের নজরে রাখায় তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ সব ঘটনায় শফিকুল ইসলাম ও শাহীন আশিক এর বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় একটি সাধারন ডায়েরী করন সহ আদালতে পৃথক মামলা দায়ের করেন বীর মুক্তিযোদ্ধার পরিবার। এ ঘটনায় মাননীয় প্রধান মন্ত্রী দেশরতœ শেখ হাসিনা সহ প্রশাসনের কাছে সহযোগীতা কামনা সহ প্রভাবশালীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের দাবী জানান মুক্তিযোদ্ধা পরিবারের স্ত্রী সন্তানেরা। এ সময় বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম মোস্তফা’র বড় মেয়ে মমতা পারভীন, ছেলে তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আরোও উল্লেখ করেন যে, ১৯৭৯ইংসালে’র ১০ এপ্রিল তারিখে সাবেক আয়কর কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা শিমলা বাজারের মৃত আফর আলী’র ছেলে আব্দুর গফুর ও আব্দুল আজিজ এর কাছ থেকে শিমলা গোপীনাথ মৌজার সিএস দাগ নং- ১৬৬. আরওআর খতিয়ান নং-২১১ জমির পরিমান ৫ শতাংশ ভুমি ক্রয় করেন ।ওই ক্রয়কৃত জমি ১৯৮২ ইং সালে রের্কড় জরীপে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা’র নাম অন্ত:ভুক্তি’র স্থলে প্রতারণামুলকভাবে প্রভাবশালী আব্দুল গফুর ও আব্দুল আজিজ এর নাম রের্কড়ে অর্ন্তভুক্ত করে নেয়। এর মধ্যে ২০২২ইং সালের ৬ জুলাই তারিখে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা’র স্ত্রী শাহানা পারভীন, মেয়ে মমতা পারভীন, ছেলে তাজুল ইসলাম, গোলাম জিলানী ,কণ্যা মাকসুদা আক্তার এর নামে সরিষাবাড়ী সহকারী কমিশনার (ভুমি) ফাইযুল ওয়াসীমা নাহাত স্বাক্ষরিত খসড়া খতিয়ান করে নেওয়া হয়েছে। এর পর ভুমি ক্রেতা গোলাম মোস্তফা’র কণ্যা মমতা পারভীন, ছেলে তাজুল ইসলাম, গোলাম জিলানী, কন্যা মাকসুদা আক্তার, স্ত্রী শাহানা পারভীন বাদী হয়ে ২০২২সালে সিনিয়র সহকারী জজ আদালত সরিষাবাড়ীতে রের্কড সংশোধনের জন্য আব্দুল গফুর, আব্দুল আজিজ,ছকিনা খাতুন,হাজেরা বেগম, সোনাবান ও জেলা প্রশাসক জামালপুর কে বিবাদী করে আদালতে মামলা দায়ের করেছেন। যার মোকদ্দমা নং-২৮৫/২০২২ ইং। এ মামলা দায়ের করার জের হিসেবে সরিষাবাড়ী পৌর সভার শিমলা বাজারের মৃত আব্দুল মালেক এর ছেলে শফিকুল ইসলাম ও আব্দুল গফুর এর ছেলে শাহীন আশিক সহ ভাড়াটিয়া লোকজন দিয়ে নানা হুমকি ও হয়রানীমুলক কার্যক্রম অব্যাহত রেখেছে। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবারটি দেশরতœ বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট প্রভাবশালী আব্দুল গফুর ও আব্দুল আজিজ এর বিভিন্ন মিথ্যা মামলা ও ভুমি জবর দখলের চেষ্টা সহ ভবন নির্মানে প্রতিবন্ধকতা সৃষ্টি বন্ধ এবং তাদের নানা অত্যাচার থেকে নিরাপত্তা বিধানের করে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহনের দাবী জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com