বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
নকলায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনীতে কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান দৈনন্দিন জীবনে চলাফেরায় নিজের মর্যাদা অটুট রাখুন কালীগঞ্জে থামছে না কৃষি জমির মাটি কাটা কম খরচে লাভ বেশি হওয়ায় বাদাম চাষে আশার আলো দেখছেন কৃষকরা কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সারেংকাঠী ও গুয়ারেখা ইউনিয়নে ঢল নেমেছে স্বচ্ছ মনের প্রার্থী আলহাজ্ব আঃ হকের পক্ষে শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র খোকনের দায়িত্ব গ্রহণ অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ উপজেলার পর এবার সিলেট বিভাগেরও শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান কালীগঞ্জের আল-জাছির হলেন দেশ সেরা কালিয়ায় মক্কীনগর কবরস্থানের উদ্বোধন ও দোয়া মাহফিল

সদরপুরে নারী শিক্ষায় রোকেয়া পদকপ্রাপ্ত রহিমা খাতুনকে সংবর্ধনা

সদরপুর ফরিদপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

ফরিদপুরের সদরপুরে নারী শিক্ষা ও নারী উন্নয়নে বিশেষ অবদান রাখায় বেগম রোকেয়া পদকপ্রাপ্ত রহিমা খাতুনকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা শিল্পকলা একাডেমি, সদরপুর কন্ঠচয়ন ও সদরপুর নাট্যগোষ্ঠী। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়মে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রহিমা খাতুনকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও শিল্পকলা একাডেমির সভাপতি মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ইমারত হোসেন বাচ্চুর সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর থানা অফিসার্স ইনচার্জ সুব্রত গোলদার, সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সদরপুর কন্ঠচয়নের সভাপতি কবির হোসাইন, সাধারণ সম্পাদক কবি আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কবি মামুন অর রশিদ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও সদরপুর কন্ঠচয়ন, উপজেলা শিল্পকলা একাডেমি ও সদরপুর নাট্যগোষ্ঠির বিভিন্ন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদরপুর কন্ঠচয়নের কবিরা কবিতা আবৃত্তি এবং শিল্পকলার শিল্পীরা গান পরিবেশন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com