গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বাংগুরী থেকে বৈখন্ঠপুর এলাকায় গত এক মাস আগে বন্যার পানির স্রোতে সড়কের একটা অংশ ভেঙ্গে গেলেও মেরামতের কোন উদ্যোগ নেওয়া হয়নি। বাংগুরী থেকে বৈখণ্ঠপুর এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে নানা দুর্ভোগ পড়েন যাত্রীবাহী অটো রিক্সা, টেম্পু, পিকআপ ভ্যান, সিএনজি যাত্রীসহ শত শত পথচারী। সরজমিনে গিয়ে দেখা যায়, যাত্রীদর দুর্ভোগ। আলী হোসেন নামের এক সত্তর বছরের এক বয়স্ক পথচারী একটি গাছের গুড়ির উপর দিয়ে পড়ে যাওয়ার আতংক নিয়ে কষ্টে অতিক্রম করেন ভাঙ্গা সড়কটি। এরকম অনেক বয়স্ক নারী পুরুষকে এভাবেই পারাপার হতে দেখা যায়। তবে পথচারীদের মধ্যে মনসুর ও আবু সাঈদ জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন প্রায় দুই থেকে তিন হাজার লোকের চলাচল রয়েছে। এই সড়কের মাঝে বন্যার স্রোতের কারণে ভেঙ্গে যাওয়া সড়কটি সংস্কার না করায় প্রতিনিয়ত এ দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিএনজি চালক ও অটো রিক্সাচালক গফুর ও রোস্তম জানান, এই ভেঙ্গে যাওয়া স্থানটি মেরামত না করায় আমরা যাত্রী নিয়ে উপার যেতে পারছি না। আবার ওপারের চালকরা যাত্রী নিয়ে এপার আসতে পারছে না। মালামাল বহন করতেও নানা দুর্ভোগে পড়তে হচ্ছে। পথচারী ও এলাকাবাসীর অভিযোগ স্থানীয় চেয়ারমান ইচ্ছা করলে ভর্তি শতাধিক বালু ভর্তি বস্তা ভেঙ্গে যাওয়া সড়কে ফেললেই অনায়াসে যাতায়াত করা যেত। কিন্তু চেয়ারম্যান ও মেম্বারের কোন খবর নেই। কালিয়াকৈর এলজিইডির কর্মকর্তা সরকার সাজ্জাদ কবীর জানান, বন্যার পানির স্রোতের কারণে এ উপজেলায় অনেক সড়কেই ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হয়েছে। পর্যায়ক্রমে সড়ক ভেঙ্গে যাওয়া সড়ক মেরামত করা হবে।