উত্তেজনা ছড়াতে শুরু করেছে বিপিএল। গ্রুপ পর্বের শেষ দিকে এসে বেশ কঠিন সমীকরণের মাঝে দিয়েই যেতে হচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দলকে। শীর্ষ দুইয়ে থাকার লড়াইটা যেন হচ্ছে সমানে সমানে। প্রতিটি ম্যাচই যেন ডু অর ডাই। একইসাথে দলগুলোও যতটা সম্ভব নিজেদের শক্তি বাড়িয়ে নিচ্ছে। আসছেন বিশ্বমানের তারকারা।
বিপিএলের নবম আসরের ঘোষণা আসার পর বিশ্বমানের খেলোয়ার পাওয়া নিয়ে সংশয় থাকলেও, সময়ের সাথে সাথে তার অনেকটাই যেন দূর হয়ে যায়। যার বড় অংশেরই জোগান দিয়েছিল পাকিস্তান। তবে পিএসএল শুরু হয়ে যাওয়ায় পাকিস্তানি ক্রিকেটাররা বিপিএল ছাড়তে শুরু করলে ফের দুশ্চিন্তার কালো মেঘ দানা বাঁধে সমর্থকদের হৃদয়ে।
তবে দর্শকদের হতাশ করেনি ফ্রা াইজি মালিকরা, একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন তারা। ভিন্নরূপে নিজেদের সাজাতে শুরু করেছে দলগুলো। নতুন রঙে, নতুন ঢঙে গুছিয়ে নিচ্ছে নিজেদের। ইতোমধ্যেই ভেড়াতে শুরু করেছে বড় সব তারকা ক্রিকেটারকে।
ইতোমধ্যেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ভিড়িয়েছে টি-টোয়েন্টির দুই ফেরিওয়ালা আন্দ্রে রাসেল ও সুনিল নারিনকে। আজ তারা ঘোষণা দিয়েছে, কুমিল্লায় আসছেন মইন আলিও। দক্ষিণ আফ্রিকান ডুয়ানে পেটোরিওস খেলবেন ফরচুন বরিশালের হয়ে। একই দলে খেলার জন্য আসবেন ইংলিশ পেসার রিচি টপলিও। শোনা যাচ্ছে কাইরন পোলার্ড ও ডুয়েন ব্রাভোর নামও। তবে বড়সড় চমক দিচ্ছে রংপুর রাইডার্স। ইতোমধ্যেই তাদের সাথে যোগ দিয়েছেন হালের টি-টোয়েন্টির হট কেক টম ক্যাডমোর ও রাহমানুল্লাহ গুরবাজ। আজ তারা উড়িয়ে আনছে আরেক আফগান নাভিন উল হককেও। অন্যদিকে দক্ষিণ আফ্রিকান জর্জে লিন্ডে যোগ দিচ্ছেন সিলেট স্ট্রাইকার্সে। ফলে বলাই যায়, রঙ হারাচ্ছে না বিপিএল। শুরুর মতো শেষটাও রঙিন হয়ে উঠবে, ধরে রাখবে আকর্ষণ। এমনটাই প্রত্যাশা কোটি ক্রিকেট সমর্থকের।