স্মার্টওয়াচের জগতে ভারতীয় সংস্থা ফায়ার বোল্ট এখন বেশ জনপ্রিয়। একের পর এক স্মার্টওয়াচ বাজারে আনছে তারা। এবার নারীদের জন্য বিশেষ ডিজাইনের স্মার্টওয়াচ নিয়ে এলো সংস্থাটি। নতুন স্মার্টওয়াচের নাম দেওয়া হয়েছে ফায়ার বোল্ট প্রিস্টিন। স্মার্টওয়াচটি নারীদের জন্যই বাজারে আনা হয়েছে। ঘড়িটিতে একটি ১.৩২ ইি এইচডি ডিসপ্লে রয়েছে, যা একটি রাউন্ড-স্ক্রিন ডিজাইনে পেয়ে যাবেন। ডিসপ্লেটি 360×360 পিক্সেল রেজোলিউশনের। এটি ৪৩ এমএম ডায়ালের ৩ডি কার্ভড গ্লাসসহ বাজারে এসেছে। স্মার্টওয়াচটিতে একটি ক্রাউন, শেল-প্রিন্টেড স্টেইনলেস স্টিলের বেজেল এবং ব্যাক শেল ডিজাইন রয়েছে।
ঘড়িটিতে থাকছে অনেক হেলথ ফিচার রয়েছে। হাঁটার সময় ক্যালোরি এবং কিলোমিটারের সঠিক ট্র্যাকিংয়ের জন্য ঘড়িটি ৬০টিরও বেশি স্পোর্টস মোড সাপোর্ট করে। প্রিস্টাইন স্মার্টওয়াচে স্মার্ট ব্লুটুথ কলিং, ৬০ এক্সক্লুসিভ স্পোর্টস মোড, রিমোট ক্যামেরা কন্ট্রোলের মতো অনেক দুর্দান্ত ফিচার রয়েছে।
এছাড়াও এর মাধ্যমে হার্ট রেট, SpO2 লেভেল, SpO2 ট্র্যাকিং এবং পিরিয়ড ট্র্যাক, ঘুমের সময় ট্র্যাক করতে পারবেন। স্মার্টওয়াচে দুই ধরনের মেনু লেআউট এবং অনেক ওয়াচ ফেস সাপোর্ট করে। এই ঘড়িটিতে দেওয়া হয়েছে একটি ২১০ এমএএইচ ব্যাটারি প্যাক , যা দীর্ঘ ব্যাটারি লাইফ দেয়। একবার চার্জ করলেই আপনি অনেকক্ষণ সিনেমা দেখতে পারবেন বা গান শুনতে পারবেন। ফায়ার-বোল্ট প্রিস্টিনে স্মার্ট নোটিফিকেশন, সেডেন্টারি রিমাইন্ডার এবং আরও অনেক ফিচার পাওয়া যায়। সিলিকন স্ট্র্যাপটি গোলাপি, রূপালি এবং সোনালি রঙে এসেছে ঘড়িটি। ভারতীয় বাজারে ঘড়িটির দাম ২ হাজার ৯৯৯ টাকা। বাংলাদেশি টাকায় যা ৩ হাজার ৯০০ টাকা। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন ঘড়িটি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া