সিউড়ির জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের নির্বাচিত সরকারকে ফেলে দেয়ার ডাক দিয়েছেন। গতকাল সোমবার নবান্নে এক সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহর অবিলম্বে পদত্যাগ চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ভিড়ে ঠাসা সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, জনসভা থেকে জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে ফেলে দেয়ার ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এটা অসাংবিধানিক তো বটেই, বেআইনিও। আমি জানতে চাই- ওরা কি নতুন নিয়ম এনেছেন? যার দ্বারা একটি নির্বাচিত সরকারকে ফেলে দেয়া যায়? আমি মনে করি, অবিলম্বে অমিত শাহর পদত্যাগ করা উচিৎ।