যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সাম্প্রতিক চুক্তিটি ‘আরও গুরুতর বিপদ’ ডেকে আনবে বলে সতর্ক করেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং-উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো-জং। তিনি বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিকে ‘আরও পরিপূর্ণতায় নিয়ে আসা উচিত।’ দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক অস্ত্রযুক্ত সাবমেরিন মোতায়েন করতে এবং উত্তর থেকে পারমাণবিক হুমকি মোকাবিলায় সিউলকে তার পারমাণবিক পরিকল্পনায় জড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি হয়েছে দক্ষিণ কোরিয়া।
চুক্তির কথা উল্লেখ করে কিম ইয়ো বলেন, ‘শত্রুরা যত বেশি পারমাণবিক যুদ্ধের মহড়া চালাবে, যত বেশি পারমাণবিক সম্পদ কোরীয় উপদ্বীপের আশেপাশে স্থাপন করবে, আমাদের আত্মরক্ষার অধিকারের চর্চা তত শক্তিশালী হবে।’ সতর্ক করে তিনি বলেন, ‘এই পদক্ষেপের ফলে বিশ্ব আরও গুরুতর বিপদের সম্মুখীন হবে।’
কিম ইয়ো কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সেন্ট্রাল কমিটির সিনিয়র পদে আছেন। ভাইয়ের ওপর তার যথেষ্ট প্রভাব আছে বলে জানা গেছে। প্রেসিডেন্ট বাইডেন চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি উত্তর কোরিয়ার হামলা প্রতিরোধে মিত্রদের সহযোগিতা জোরদার করবে। চুক্তির বিষয়ে সতর্ক করেছে চীনও। বেইজিং বলেছে, ইচ্ছাকৃতভাবে উত্তেজনা ছড়ানো, সংঘর্ষের উসকানি ও হুমকি দেওয়া থেকে পশ্চিমকে অবশ্যই বিরত থাকতে হবে। সূত্র: বিবিসি