কোপা দেল রে শিরোপা ঘরে তুলল রিয়াল মাদ্রিদ। দীর্ঘ ৯ বছর পর এসে এই শিরোপার দেখা পেল তারা। সর্বশেষ ২০১৪ সালে এই শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। সব মিলিয়ে ২০তম বার কোপা দেল রে শিরোপায় চুমু আঁকল লস ব্লাঙ্কোজরা। রদ্রিগোর জোড়া গোলে শনিবার রাতের ফাইনালে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়েছে তারা। কোপা দেল রের ফাইনালে শনিবার দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ওসাসুনার দুই ফুটবলারকে কাঁটিয়ে বল সাজান ভিনিসিউস জুনিয়র। ছয় গজ বক্সের মুখে বাঁ পায়ের জোরালো শটে সেই বল জালে পাঠান রদ্রিগো। যা বিগত ৭৭ বছরে কোপার ফাইনালের দ্রুততম গোল।
তবে এরপরই ম্যাচে ফেরে ওসাসুনা৷ দারুণভাবে টেক্কা দিতে শুরু করে রিয়াল মাদ্রিদকে, লড়তে থাকে সমানে সমানে। অষ্টম মিনিটে প্রথম সুযোগ পায় তারা। আন্তে বুদিমিরের হেড সহজেই ঠেকান থিবো কোর্তোয়া। প দশ মিনিটে গোমেসের হেড লক্ষ্যভ্রষ্ট হলে বেঁচে যায় রিয়াল। ২৬ মিনিটে গোল লাইন থেকে ওসাসুনার এজালজৌলির শট ফেরান দানি কারবাহল। যদিও ২৫ ও ৩২তম মিনিটে দারুণ দুটো সুযোগ পায় রিয়াল মাদ্রিদও। প্রথমে করিম বেনজেমার জোরাল শট ঠেকান ওসাসুনা গোলকিপার সের্হিও এরেরা। আর ৩২তম মিনিটে ফ্রি কিক থেকে ডেভিড আলাবার শট নেয়া বল পোস্টে প্রতিহত হয়। বিরতির পর সমতায় ফেরে ওসাসুনা। ৫৮তম মিনিটে বক্সের বাইরে থেকে হাফ-ভলিতে গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার লুকাস তোরো। তাতে প্রাণ ফিরে পায় খেলা। ফের আক্রমণের ধার বাড়িয়ে দেয় রিয়াল মাদ্রিদ। সুবাদে সমতায় ফেরার পথও খুঁজে নেয় তারা। ৭০তম মিনিটে আবার এগিয়ে যায় রিয়াল। টনির ক্রুসের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে বল পেয়ে যান রদ্রিগো, বাকি কাজটা অনায়াসে সারেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। ২-১ গোলেই ম্যাচটা জিতে নেয় রিয়াল মাদ্রিদ। অবশ্য ব্যবধান বাড়ানোর ভালো দুটি সুযোগ পেয়েছিল আলাবা ও বেনজেমা। তবে সুযোগ কাজে লাগেনি।