নানা নাটকীয়তার মধ্য দিয়ে গত রাতে পর্দা নেমেছে আইপএলের। শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে প্রায় দুই মাসব্যাপী চলতে থাকা এই ক্রিকেট উৎসব শেষ হয়েছে। যেখানে প মবারের মতো শিরোপা উঠেছে মাহেন্দ্র সিং ধোনির হাতে, চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। গত সোমবার ফাইনালে গুজরাট টাইটানসকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারায় চেন্নাই। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে শুধু শিরোপা নয়, অর্থের ঝনঝনানির এই আসর থেকে মোটা অঙ্কের পুরস্কারও ঘরে তোলে তারা। যার পরিমাণ ২০ কোটি রূপি! শিরোপা জিততে না পারলেও টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের পুরস্কার গেছে গুজরাটের ঘরে। শুধু টুর্নামেন্ট সেরা নয়; সেরা ব্যাটার, সেরা বোলারসহ আরো অসংখ্য ব্যক্তিগত পুরস্কার ঝুলিতে ভরেছে গুজরাট। সেই সাথে রানার্সআপ হওয়ায় ১২ কোটি টাকাও যাচ্ছে গুজরাটে।
একনজরে দেখে নেয়া যাক এবারের আইপিএলের ব্যক্তিগত পুরস্কারগুলো গেল কার কার ঝুলিতে ও কত টাকা পুরস্কার পেল তারা-
টুর্নামেন্টের সেরা : শুভমান গিল (৮৯০ রান)। সর্বাধিক রান : শুভমান গিল (৮৯০ রান)। সর্বাধিক উইকেট : মোহাম্মদ সামি (২৮টি)। সেরা উদীয়মান : যশস্বী জসওয়াল (৬২৫ রান)। সর্বাধিক ছক্কা : ফাফ ডু প্লেসিস (৩৬ টি)। সর্বাধিক চার : শুভমান গিল (৮৫টি)। গেম চেঞ্জার : শুভমান গিল সেরা ক্যাচ : রাশিদ খান (বনাম লখনৌ)
সর্বাধিক স্ট্রাইকরেট : গ্লেন ম্যাক্সওয়েল (১৮৩)। তারা প্রত্যেকেই প্রতিটি পুরস্কার বাবদ ১০ লাখ রুপি করে পেয়েছে। এই সুবাদে ৪০ লাখ রুপি একাই ভাগিয়ে নিয়েছেন শুভমান গিল।
তাছাড়া, ফাইনাল সেরা হয়ে ডেভন কনওয়ে ৫ লাখ, ফাইনাল ম্যাচের মূল্যবান ক্রিকেটার হয়ে সাই সুদর্শন ১ লাখ রুপি পেয়েছেন। তাছাড়া ফেয়ার প্লে ট্রফি জিতেছে দিল্লি ক্যাপিটালস ও সেরা পিচ ও মাঠের জন্য ইডেন গার্ডেন ও ওয়াংখেড়ে স্টেডিয়াম পেয়েছে ৫০ লাখ রুপি।