রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন

চীন-দক্ষিণ কোরিয়ার সম্পর্ক ‘পরিপক্ক’ করাকে সমর্থন করেন ব্লিংকেন

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৮ জুন, ২০২৩

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, তিনি চীনের সাথে একটি ‘সুস্থ ও পরিপক্ক’ সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার জন্য দক্ষিণ কোরিয়ার প্রচেষ্টাকে সমর্থন করেন। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার একথা জানিয়েছে। গত শনিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সর্বোচ্চ কোনো কর্মকর্তা হিসেবে ব্লিংকেন রোববার বেইজিংয়ে পৌঁছেছেন। সফরের আগে তিনি দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পার্ক জিনের সাথে একটি টেলিফোন সংলাপে দ্বিপক্ষীয় সম্পর্ক, চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক এবং উত্তর কোরিয়া নিয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ওয়াশিংটন এবং বেইজিং একে অপরকে যেভাবে মোকাবেলা করে, তাতে পাঁচ বছরের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর কোনো বড় রকমের অগ্রগতি সাধনে সমর্থ হবে। ব্লিংকেন শুক্রবার বলেছেন, তার এই ভ্রমণের লক্ষ্য হবে দুই দেশের মধ্যে ‘উন্মুক্ত এবং শক্তিশালী’ যোগাযোগ স্থাপন করা। সূত্র : ভয়েস অব আমেরিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com