ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচের পর থেকেই শিরোনামে উঠে এসেছে আফগানিস্তানের ক্রিকেটার নবীন-উল-হকের নাম। সেই ম্যাচ চলাকালীন সাবেক আরসিবি অধিনায়ক বিরাট কোহলি তাকে স্লেজ করেছিলেন বলে অভিযোগ করেছিলেন নবীন। ম্যাচের পরে বিরাট কোহলির সাথে তার মৌখিক ঝগড়ার দৃশ্য গোটা বিশ্ব দেখেছিল। এরপরে এই ঝামেলার মধ্যে গৌতম গম্ভীরের প্রবেশের পরে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছিল। কোহলি এবং গম্ভীরের মধ্যে প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছে ছিল। তবে দুই দলের ক্রিকেটারদের মধ্যস্থতায় পরিস্থিতি ঠান্ডা হয়েছিল। এরপর থেকেই বিরাটকে টার্গেট করেন আফগানিস্তানের ক্রিকেটার নবীন-উল-হক। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বারবার সেই ঘটনাকে তুলে ধরেছিলেন তিনি। নবীন নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বারবার বিরাট কোহলিকে ভুল প্রমাণ করার চেষ্টা করেছেন। এই ঘটনার পর থেকে প্রায় দুই মাস হয়ে গেছে এবং এর মাঝেই আরেকটি গোপন রহস্যময় ভিডিয়ো পোস্ট করেছেন নবীন উল হক। এই ভিডিও পোস্টে দেখা যাচ্ছে একটি বাঘ ও একটি গাধার মধ্যে ঘাষের রঙ নিয়ে তর্ক চলছে। যার মধ্যস্থতা করেছিল জঙ্গলের রাজা সিংহ। এই পোস্ট দেখে অনেকেই বলছেন যদি এই পোস্ট সাবেক ভারত অধিনায়কের কথা ভেবেই দিয়ে থাকেন, তাহলে বিরাট কি বোকা নাকি কোহলি গাধা?
ভিডিওটির মাধ্যমে একটি বার্তা দেয়ার চেষ্টা করা হয়ছে। বার্তায় বলা হয়েছে, ‘সময়ের সবচেয়ে খারাপ অপচয় হলো সেটা, যখন কেউ বোকাদের সাথে তর্ক করে। যারা সত্য বা বাস্তবতাকে গুরুত্ব দেয় না, তাদের সাথে তর্ক করা ঠিক নয়। এমন কিছু লোক আছে যাদের কাছে যতই প্রমাণ উপস্থাপন করা হোক না কেন, তারা সেটা বুঝতে পারে না এবং সে নিজেকে ঠিক মনে করে। তারা নিজেদের অহং, ঘৃণা এবং বিরক্তিতে অন্ধ হয়ে যায়। তারা ভুল হলেও সব সময়ে সঠিক হতে চায়।’ এর মানে হলো এই বার্তার মাধ্যমে বিরাট কোহলিকে বোকা বলতে চেয়েছেন নবীন। কারণ বিরাট কোহলি ছাড়া নবীনের সাথে এই মুহূর্তে কারো সাথে তার কোনো উত্তপ্ত বাক্য বিনিময় হয়নি।
আইপিএল-এর ঝামেলা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে নবীন বলেছিলেন, ‘ম্যাচের সময় বিরাটের ওই কথাগুলো বলা উচিত হয়নি। আমি কোনো লড়াই শুরু করিনি। ম্যাচ শেষে হাত মেলানোর সময় বিরাট শুরু করেছিল। কার কত জরিমানা হয়েছিল দেখলেই বোঝা যাবে কে কাজটা শুরু করেছিল।’ সেই ম্যাচে বিরাটের ১০০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছিল। নবীনের কাটা হয়েছিল ম্যাচ ফির ৫০ শতাংশ। আফগান পেসার বলেছিলেন, ‘আমি সাধারণত কাউকে কটূক্তি করি না। করলেও শুধু বল করার সময় ব্যাটারদের করি। ওই ম্যাচে আমি একটা কথাও বলিনি। ওই সময় যে ক্রিকেটারেরা সামনে ছিল, তারা জানে কী হয়েছিল।’
এরপর থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বারবার বিরাট কোহলির সাথে ঝামেলার কথা মন করিয়ে দেন নবীন। এবারও সেটা করলেন তিনি। যখন সকলে সবটা ভুলেই গেছে তখন এমন বার্তা না দিলেই নয় কি। তবে অনেকে মনে করেন হয়তো এই বার্তা বিরাট কোহলির জন্য নাও হতে পারে। কিন্তু কোহলি ভক্তরা ও বহু ক্রিকেট বিশেষজ্ঞের মতে এই বার্তা কোহলির জন্য দিয়েছেন নবীন উল হক। তবে কি কোহলিকে গাধা ও বোকার সাথে তুলনা করলেন আফগান বোলার? যদি তাই হয় তাহলে কি নিজেকে বাঘ ও বিসিসিআইকে সিংহের সঙ্গে তুলনা করলেন নবীন। এমন বোকা বোকা উদাহরণ বিরাট ফ্যানরা হজম করতে পারবেন না। তাই এই পোস্টের পরে ফের বিতর্কে উঠে এসেছে নবীন উল হকের নাম।
সূত্র : হিন্দুস্তান টাইমস