মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

ফ্রান্সে দাঙ্গার কারণে জার্মানি সফর বাতিল করলেন ম্যাঁক্রো

খবরপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ জুলাই, ২০২৩

ফ্রান্সে টানা প ম রাতের মতো দাঙ্গার কারণে জার্মানি সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। শনিবার (১ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার রাজধানী প্যারিসের উপকণ্ঠ নানতেরেতে পুলিশের গুলিতে নাহেদ এল (১৭) নামের এক কিশোর নিহত হন। এরপরই বিক্ষোভে নামেন দেশটির তরুণ-তরুণীরা। এরপর থেকে টানা পাঁচ দিন ধরে চলছে এ বিক্ষোভ। এরই পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার ফ্রান্স সফর বাতিল করেছেন।
প্রতিবেদনে আরো বলা হয়, শুক্রবার রাতে দাঙ্গা উপদ্রুত বিভিন্ন শহরে ৪৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চার দিনে এক হাজার ৩০০ জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে গত রাতেই গ্রেফতার করা হয়েছে এক হাজার ৩১১ জনকে।
পুলিশের ওপর গুলি: বন্দর নগরী মার্সেইতে দাঙ্গার সময় একটি বন্দুকের দোকানও আক্রান্ত হয়েছে। ফরাসী দৈনিক ল্য প্যারিসিয়েন খবর দিয়েছে ৩০ জনের মতো তরুণ-যুবক দোকান ভেঙ্গে ঢুকে পাঁচ থেকে আটটি শিকার করার রাইফেল নিয়ে যায়। রোন অ লে গত রাতে তিনজন পুলিশ সদস্য গুলিতে জখম হয়েছে। একটি দেয়ালের পেছনে ঘাপটি মেরে থাকা এক ব্যক্তি অতর্কিতে ওই পুলিশ সদস্যদের ওপর গুলি চালায়।
সম্প্রচার সংস্থা বিএফএমটিভি একজন পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করেছে যিনি বলেছেন, একটি রেড-লাইন ভেঙ্গে গেছে। এমন ঘটনা এখানে আগে কখনো ঘটেনি। খুবই উদ্বেগের বিষয়। লিও শহরে গতরাতের দাঙ্গায় পুলিশের ৩৫ জন সদস্য আহত হয়েছে। তাদের দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিওতে একটি পুলিশ স্টেশনসহ আটটি সরকারি ভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়। বন্দর শহর মার্সেইতে শনিবার রাতের সহিংসতা অব্যাহত থাকতে পারে এই আশঙ্কায় কর্তৃপক্ষ সন্ধ্যা সাতটা থেকে সমস্ত গণ-পরিবহন বন্ধ করে দেয়ার কথা ঘোষণা করেছে। সমস্ত বড় অনুষ্ঠানও বাতিল করেছে।

অর্থমন্ত্রী ব্রুনো লে মাইরে বলেছেন, মঙ্গলবার থেকে ৭০০টিরও বেশি দোকান, সুপারমার্কেট, রেস্তোরাঁ এবং ব্যাংকের নানা শাখা লুটপাট হয়। কোথাও কোথাও পোড়ানোরও ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইতে দাঙ্গাকারীরা একটি বন্দুকের দোকান লুট করেছে এবং শিকারের রাইফেল চুরি করেছে। কিন্তু তাতে কোনো গোলাবারুদ ছিল না। শনিবার তিন পুলিশ কর্মকর্তা সামান্য আহত হওয়ার পর মার্সেইয়ের মেয়র বেনোইট পায়ান সরকারকে ‘লুণ্ঠন ও সহিংসতা’ মোকাবেলায় অতিরিক্ত সৈন্য পাঠানোর আহ্বান জানিয়েছেন। প্যারিসের উপকণ্ঠে স্টেড ডি ফ্রান্সে দুটি কনসার্টসহ ইভেন্টগুলো বাতিল করা হয়। সূত্র : আল জাজিরা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com