মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
বিশেষ সিএসআর তহবিলের আওতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে গবেষণা খাতে আর্থিক সহায়তা প্রদান করলো সাউথইস্ট ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ইসলামী ব্যাংকের বোর্ড সভা  ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৯৭ জাতীয় গ্রিডে যুক্ত হলো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রধান উপদেষ্টাকে সংস্কার বিষয়ে অগ্রগতি জানালেন কমিশনপ্রধানেরা বৃটেনে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন আপসানা হত্যা-গণহত্যাসহ গুমের অভিযোগে ট্রাইব্যুনালে ৮০টিরও বেশি অভিযোগ ৪ মহানগর ও ৬ জেলায় কমিটি অনুমোদন বিএনপির মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল জানা যাবে কখন?

নিরাপত্তা দুর্বলতা থাকা কারখানা টার্গেট করে ডাকাতি করতো তারা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
মালামালসহ উদ্ধার করা কাভার্ড ভ্যান। (ডানে) আটক ডাকাত দলের সদস্যরা

নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতা রয়েছে এমন এবং লোকালয় থেকে দূরে থাকা কারখানা রেকি করে টার্গেট করতো। পরে টার্গেট করা ফ্যাক্টরিগুলোতে ডাকাতি করতো চক্রটি। রাজধানীর পাশে কেরানীগঞ্জ এলাকায় এপিজ গ্লোবাল লিমিটেড ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে ডাকাতচক্রের ৮ সদস্যকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ।
বুধবার (৫ জুলাই) সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে দুর্র্ধষ এই ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত ডাকাত সর্দার হামিদুল ইসলাম (৪০), আমিরুল ইসলাম ওরফে রাজু (৪৫), জাহিদ মিয়া (৪০), মনিরুল ইসলাম ওরফে রতন (৩২), আজিজুল হক ওরফে আজিজ ড্রাইভার (৪৮), ইস্রাফিল (৩০), সজল মিয়া (৩০) ও লুণ্ঠিত মালামাল কেনা পলাতক আসামি মোশাররফের স্ত্রী রাশিদা বেগমকে (৩৩) গ্রেফতার করা হয়।
গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) রাজধানীর পুরান ঢাকায় ঢাকা জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, আসামিরা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল বিক্রির জন্য মোশাররফের গুদামে রাখা হয়েছে। পরে পুলিশ পলাতক আসামি মোশাররফের স্ত্রী রাশিদার স্বীকারোক্তি ও দেখানো মতে তাদের গুদাম থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত সব মালামাল উদ্ধার করে। আসামিরা সকলে আন্তঃজেলা ফ্যাক্টরি ডাকাতচক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা যায়। আসামিরা জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা ছদ্মবেশে ঢাকার আশেপাশের দূরবর্তী ও নির্জন এলাকায় অবস্থিত বিভিন্ন ফ্যাক্টরির মালামাল ও নিরাপত্তা ব্যবস্থা রেকি করে। পরে যেসব ফ্যাক্টরির অবস্থান নির্জন এলাকায় এবং নিরাপত্তা ব্যবস্থা দুর্বলÍ সেগুলো টার্গেট করে ডাকাতি করে। এই ঘটনায় জড়িত পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।
গত রবিবার (২ জুলাই) রাতে কেরাণীগঞ্জ থানার কলাতিয়া নিপানবাড়ী এলাকায় এপিজ গ্লোবাল লিমিটেডের কারখানার সিকিউরিটি গার্ডকে তালা লাগানোর সময় অস্ত্রের মুখে জিম্মি করে ৪/৫ জনের সশস্ত্র ডাকাতদল। সিকিউরিটি গার্ডের হাত-পা, চোখ-মুখ বেঁধে ঢেকে দেয়। ডাকাতরা কারখানার সিকিউরিটি ইনচার্জকে এলোপাতারি মারপিট করে এবং হাত-পা, চোখ মুখ বেঁধে ফেলে। এরপর ডাকাতদলের আরও ৮/১০ জন সদস্য একটি কাভার্ড ভ্যান নিয়ে কারখানায় ঢুকে। ডাকাতদল কারখানার ভেতরে থাকা মূল্যবান কম্বল, কোটিং ফেব্রিক্স, রেইনকোট, ফেব্রিক্স, থান কাপড়, স্ট্যান্ড স্ক্যান, সিলিং ফ্যান কাভার্ড ভ্যানে উঠিয়ে সঙ্গে নিয়ে পালিয়ে যায়। এই ডাকাতির ঘটনায় ফ্যাক্টরির মালিক আবুল কালাম আজাদ অজ্ঞাতনামা ১৪/১৫ জন আসামির বিরুদ্ধে কেরাণীগঞ্জ মডেল থানায় একটি ডাকাতি মামলা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com