হাতে টাকা না থাকলেও ঘরে বসে মিলছে চাহিদা মতো নিত্যপণ্য। বাজার দরে বাকিতে নিত্যপণ্য পৌছে দিচ্ছে গ্রাহকের বাড়ি বাড়ি। দুঃস্থ গরীব মানুষকে সহায়তা করার লক্ষ্য নিয়ে পঞ্চগড়ের তালমা এলাকার নবীউল্লাহ স্মার্ট হোম সার্ভিস নামে এ কার্যক্রম পরিচালনা করে ইতিমধ্যে স্থানীয়দের কাছে গরীবের বন্ধু নামে পরিচিতি পেয়েছে। পঞ্চগড়ে এবার বাড়ি বাড়ি বাকীতে কাঁচা বাজার, মাছ, মাংস, চাল, ডালসহ নিত্য পণ্য সরবরাহ করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নবীউল্লাহ নামের এক যুবক। দুঃস্থ গরীব মানুষদের সাথে তার সেবা গ্রহণ করছেন মধ্যবিত্ত পরিবারের লোকজনও। চল্লিশ দিনের মধ্যে কিস্তিতে কেনা পণ্যসামগ্রীর দাম পরিশোধ করার সুযোগ থাকায় প্রতিদিনই বাড়ছে গ্রাহক সংখ্যা। পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদীঘি ইউনিয়নের কয়েকটি গ্রামে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নবীউল্লাহর এ সেবা কার্যক্রম চালু থাকায় উপকৃত হচ্ছে এলাকার সাধারণ মানুষ। তালমা এলাকার হাসিনা,গলেহা গ্রামের আতিয়ার রহমান জানান, পঞ্চগড় স্মার্ট হোম সার্ভিসের নবীউল্লাহ ভাইকে মোবাইলে মিসকল দিলেই অপর প্রান্ত থেকে ফোন করে জানছে কার কী প্রয়োজন। আর গ্রাহকের প্রয়োজন মাফিক দিন রাতের যে কোন মুহুর্তেই মিলছে প্রয়োজনীয় খাদ্যপোকরণসহ নিত্য পণ্য। চল্লিশ দিনে পরিশোধ করার কথা থাকলেও কোন কারণে দু’মাস পেরিয়ে গেলেও টাকা পরিশোধের চাপ না থাকায় স্বস্তি প্রকাশ করেছে স্থানীয়রা। পঞ্চগড় স্মার্ট হোম সার্ভিসের নবীউল্লাহ জানান, সাধারণ মানুষের অভাবে সেবা নিশ্চিত করতে ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছেন বলে জানালেন নবীউল্লাহ। তিনি বলছেন, সরকারি বেসরকারি ভাবে বড় অংকের ঋণ সহায়তা পেলে সেবার আয়তন আরও বাড়াতে পারবেন। কামাত-কাজলদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.তোফায়েল আহমদ বলেন, দুঃস্থ, গরীব ও নানান কারণে অসুবিধাগ্রস্ত মানুষকে সহায়তা করার ব্যতিক্রমী উদ্যোগ নেয়ায় নবীউল্লাহর কাজের প্রশংসা করেন। এবং সহজ শর্ততে সরকারী ঋণ পেলে নবীউল্লাহ এগিয়ে যেতে পারবে। মানুষ মানুষের জন্য, চিরন্তর এ বাক্যটি বাস্তবিক অর্থে বাস্তবায়ন করছে স্মার্ট হোম সার্ভিস কার্যক্রম। গত এক বছরে প্রায় ৫ হাজার সেবা গ্রহীতা তার সেবা গ্রহণ করেছে।