গাইবান্ধার পলাশবাড়ীতে উদ্যোগ ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইন্টারপ্রাইজ ইন্সটিটিউটের আয়োজনে এবং ন্যাশনাল এনডাইমেন্টফর ডেমোক্রিসি’র সহযোগিতায় একদিনের কর্মশালা গতকাল সোমবার পলাশবাড়ী এসএমবি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীসহ মোট ২৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। নিরাপদ ইন্টারনেট ব্যবহার অনলাইনে নিরাপত্তার বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনামূলক প্রশিক্ষণ প্রদান করেন বিইআই-এর সিনিয়র রিচার্স অফিসার জান্নাতুল মাওয়া। এছাড়াও ডিজিটাল সিকিউরিটি বা সুরক্ষা অনলাইন হয়রানী বা ডিজিটাল প্রতারণা থেকে সুরক্ষিত থাকার উপায়। ডিজিটাল শিষ্টাচার বা দায়িত্বশীল ভাবে প্রযুক্তির ব্যবহার, গুজব বা ভূয়া তথ্য যাচাইয়ের উপায় এবং দরকারী লিংক সম্পর্কে ধ্যান ধারনা কোন ব্যক্তির সাইবার অপরাধের শিকার হলে যে সকল হেল্পলাইন নাম্বারে সহযোগিতা পাওয়া যাবে। সে গুলোর ব্যাপারে ধ্যান ধারনা প্রদান করা। কর্মশালায় উপরেক্ত বিষয় তুলে ধরে প্রশিক্ষণ প্রদান করেন বিশেষ করে ইন্টারনেট ব্যবহারের উপর সার্বিক দিক নিদের্শনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিইআই-এর রিচার্স অফিসার বদিরুজ্জামান, উদ্যোগ ফাউন্ডেশন সমন্বয়কারি নজরুল ইসলাম ও কালীপদ সরকার।