গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ টাউনহলে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধা-৩ নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য ও কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের আওতায় এ উপজেলায় শতভাগ ভূমিহীনমুক্ত সফলতা অর্জনের ঘোষণার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পলাশবাড়ী সরকারি কলেজ অধ্যক্ষ মো. মিজানুর রহমান, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি অধ্যক্ষ (অব.) ছাইফুলার রহমান তোতা চৌধুরী, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, হোসেনপুর ইউপি চেয়ারম্যান মো. তৌফিকুল আমিন মন্ডল টিটু ও বরিশাল ইউপি চেয়ারম্যান সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক আশরাফুল ইসলাম, সিরাজুল ইসলাম রতন, মাসুদার রহমান মাসুদ প্রমুখ। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস.এম. ফয়েজ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরকারসহ উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।