সিরাজগঞ্জের শাহজাদপুরে জনতা ব্যাংকের গ্রাহকদের সাথে জালিয়াতি করে অর্ধকোটি টাকা নিয়ে উধাও হওয়া আলোচিত পিয়ন আওলাদ হোসেন রঞ্জুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল মোঃ কামরুজ্জান এক প্রেস ব্রিফিংয়ে জানান, সাধারণ গ্রাহকরা ব্যাংকে টাকা জমা দিতে আসলে ভিড়ের কথা বলে নিজেই জমা দিয়ে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা রেখে দিয়ে সে টাকা জমা না দিয়ে নিজের কাছে রেখে দিতো পিয়ন আওলাদ হোসেন রঞ্জুক। এভাবে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। রঞ্জু পালিয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে সাধারণ গ্রাহকরা রোববার সকাল থেকেই জনতা ব্যাংকে ভিড় জমায়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন জনতা ব্যাংক শাহজাদপুর শাখার ব্যাবস্থাপক জেহাদুল ইসলাম থানায় একটি অভিযোগ দেওয়ার পর সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের দিক নির্দেশনায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা ও ওসি তদন্ত সাজজাদুর রহমান নির্দেশে এসআই গোপাল চন্দ্র মন্ডল সংগীয় পুলিশ ফোর্স গোপালগঞ্জ সদর থানার পুর্ব মিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে সোমবার গ্রেফতার করে থানায় নিয়ে আসে। দ্রুত পিয়ন রঞ্জুকে গ্রেফতার করায় থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।