সদ্য নিয়োগ পাওয়া কুমিল্লার নতুন ডিসি (জেলা প্রশাসক) খন্দকার মুঃ মুশফিকুর রহমান চলতি মাসেই তার দায়িত্বভার বুঝে নিবেন বলে জানা যায়। ২৪শে জুলাই (সোমবার) নতুন ডিসি কুমিল্লা যোগদান করবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। দেশের গুরুত্বপূর্ণ ও বড়ো জেলা কুমিল্লা। যার আছে অনেক ঐতিহ্য, সুনাম, ইতিহাস ও গৌরব। দেশের অর্থনীতির মুল স্তম্ভ প্রবাসী রেমিট্যান্সে কুমিল্লা দেশের সর্ববৃহৎ যোগান দাতা অঞ্চল। দেশের অনেক কৃতী সন্তানের জন্ম কুমিল্লাতে। তাছাড়া আছে জাতীয় রাজনৈতিকভাবেও তার গুরুত্ব। দেশের অর্থনীতির লাইফ লাইন খ্যাত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বেশ একটা বড়ো অংশ জুড়েই আছে কুমিল্লা। এছাড়া বিদেশি প্রবাসীদের অনেক বড়ো একটা সংখ্যা আছে কুমিল্লার মানুষের দখলে। আছেন দেশের সরকারি অনেক ঊর্ধ্বতন মানুষও। বিভিন্ন আলোকে এরকমই দেশের একটি খুবই গুরুত্বপূর্ণ জেলার নতুন ডিসি (জেলা প্রশাসক) হিসেবে দায়িত্ব নিচ্ছেন পাবনার কৃতী সন্তান ও দুর্যোগ, ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) এবং ২৭তম ব্যাচের বিসিএস ক্যাডার অফিসার খন্দকার মুঃ মুশফিকুর রহমান। নতুন ডিসি আগেও মাঠ প্রশাসনে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তার দায়িত্ব পালনে মেধা, যোগ্যতা, দক্ষতা, দায়িত্ব সচেতনতাসহ পেশাদারিত্বের ছাপ রেখেছেন। উল্লেখ্য যে, বর্তমান জেলা প্রশাসক (ডিসি) শামীম আলমের স্থলে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন ডিসি হিসেবে মুশফিকুর রহমানকে পদায়ন করে কুমিল্লায় নিয়োগ দেন এবং ডিসি শামীম আলমকে চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করে বদলি করেন।