গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর মোখলেছার রহমান বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে সাউথ ইষ্ট ব্যাংকের সৌজন্যে বিশেষ স্কুল ভ্যান বিতরণ করা হয়েছে। গত ১৭ জুলাই বিকেলে বিদ্যালয় মাঠে স্কুল ভ্যান বিতরণ অনুষ্ঠানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাজেদার রহমান দুলু। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনোহরপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল ওহাব প্রধান রিপন। আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান চানসহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রমুখ। পরে এমপি ব্যাটারী ইঞ্জিন চালিত ৫টি স্কুল ভ্যান স্কুল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। সভাপতির বক্তব্যে মাজেদার রহমান দুলু বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান এবং ভ্যান দাতা সংস্থা সাউথ ইষ্ট ব্যাংকের কর্তৃপক্ষের জন্য দোয়া প্রার্থনা করেন। এরপূর্বে এমপি মনোহরপুর ইউনিয়নের বরাদ্দ ২২-২৩ অর্থ বছরের জন্য ৫ লাখ ৪৬ হাজার টাকা উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় নিমদাসের ভিটাপূর্বপাড়া মঞ্জুর রহমানের সিসি রাস্তার দঃ পশ্চিম অভিমুখে সিসি ঢালাই কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল ওহাব প্রধান রিপন এবং মনোহরপুর ইউনিয়নের সকল সদস্য/সদস্যাবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।