বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
গলাচিপা জাতীয় ইদুঁর নিধন অভিযান র‌্যালি সহ উদ্বোধন জামালপুর জেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের স্বাস্থ্য স্যানিটেশন উন্নয়ন অগ্রযাত্রায় ৩৫০ কোটি টাকার কাজ দৃশ্যমান লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী বাইট্টা কাশেম আটক কেরানীগঞ্জে চাঁদা না দেওয়ায় কৃষি জমিতে হামলায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন, সংবাদ সম্মেলন হোসেনপুরের যৌতুক লোভী স্বামীর নির্যাতনে অতিষ্ঠ কলেজ ছাত্রী দীপার ভবিষ্যত অনিশ্চিত: ন্যায় বিচার দাবি সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন সাতক্ষীরায় ছেলে ও তার স্ত্রীর হাতে নির্যাতনের শিকার হয়েও মামলা করতে চাননা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বাবা কেরানীগঞ্জে রতঘরিয়া ইউনিয়নে কর্মীসভা শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও শাহরিয়ারের নামে পাঠাগার ফলজ বনজ-বাগানের সাথী ফসল হলুদ চাষের মডেল কৃষানী নাসরিন

তদবির ছাড়া চাকরি পেয়েছেন, কাজেও যেন প্রতিফলন ঘটে: ডিএমপি কমিশনার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সদ্য যোগদান করা নবীন সার্জেন্টদের উদ্দেশে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, আপনারা খুবই ভাগ্যবান যে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিজ যোগ্যতায় চাকরি পেয়েছেন। এজন্য কোথাও কোনো তদবির বা সুপারিশের প্রয়োজন হয়নি। আপনাদের কর্মক্ষেত্রেও যেন এ যোগ্যতার প্রতিফলন ঘটে।
তিনি বলেন, ট্রাফিক পুলিশের সার্জেন্টদের অত্যন্ত দক্ষতা, স্বচ্ছতা ও বুদ্ধিমত্তার সঙ্গে রাস্তায় যানবাহন ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে হবে। যেন কোনো পদক্ষেপ প্রশ্নবিদ্ধ না হয়। কারণ, রাস্তায় একজন সার্জেন্টের প্রতিটি পদক্ষেপ সাংবাদিকসহ হাজারো মানুষ পর্যবেক্ষণ করেন। গতকাল বৃহস্পতিবার (২০ জুলাই) রাজারবাগ পুলিশ লাইন্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সদ্য যোগদান করা নবীন সার্জেন্টদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এসব কথা বলেন। নবীন সার্জেন্টদের স্বাগত জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ একাডেমি সারদায় মৌলিক প্রশিক্ষণের আগে মানসিক প্রস্তুতি নিতে এ ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করা হয়। সারদায় মূলত আপনাদের শারীরিকভাবে ফিট ও মানসিকভাবে দৃঢ় করে তৈরি করা হবে। এর আগে বাংলাদেশ পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়াই এ ওরিয়েন্টেশন কোর্সের উদ্দেশ্য।
বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগের লক্ষ্যে অনলাইনে আবেদন গ্রহণ করা হয় ২০২২ সালের ২৫ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত। শারীরিক যোগ্যতা, লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা, কম্পিউটার দক্ষতা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দিয়ে চলতি বছরের ৯ জুলাই প্রজ্ঞাপন জারি করা হয়। তাদের মধ্য থেকে ১৬ জন নারী সার্জেন্টসহ মোট ৩৩৬ জনকে ডিএমপিতে বদলি করা হয়। সদ্য নিয়োগপ্রাপ্ত সার্জেন্টরা ১৬ জুলাই ডিএমপিতে যোগ দেন। গত সোমবার থেকে তাদের নিয়ে চারদিনব্যাপী এ ওরিয়েন্টশন কোর্স শুরু হয়। এরপর তারা এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ নিতে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে যাবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com