নওগাঁর বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৩ এর শুভ উদ্বোধন এবং রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বদলগাছী উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে নয় টায় একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ চত্তরে অবস্থিত পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন ও মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন, মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান, মৎস্যচাষী শহিদুল ইসলাম প্রমুখ। এরপর সফল মৎস্যচাষী/ব্যক্তি/উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। শেষে মৎস্য সেক্টরে অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।