মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

শিক্ষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রেখে আদর্শ জাতি গঠন করা সম্ভব নয়- অধ্যাপক ড. এম কুরবান আলী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৩১ জুলাই, ২০২৩

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সংবাদ সম্মেলন
চলমান শিক্ষক আন্দোলনকে সমর্থন ও এমপিওভুক্ত বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করনের দাবীতে গতকাল রোববার ৩০ জুলাই’২৩ রবিবার বিকাল ৩-৩০ মিনিটে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম কুরবান আলী, লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এ.বি.এম ফজলুল করীম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নূরুন্নবী মানিক, বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মনজুরুল হক, বাংলাদেশ ইবতেদায়ী শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আবদুস সবুর মাতুব্বর, অধ্যাপক আ জ ম কামাল উদ্দিন, বাংলাদেশ কলেজ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, অধ্যক্ষ নাজির আহমদ, অধ্যাপক এস এম কামাল উদ্দিন, অধ্যক্ষ ফখরুদ্দীন মোহাম্মদ কেফায়েত উল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বলা হয়, শিক্ষক জাতির আলোকবর্তিকা ও ভবিষ্যত মানবজাতির রুপকার হলেও বাংলাদেশে শিক্ষকেরা অবহেলিত ও বঞ্চিত। শিক্ষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রেখে আদর্শ জাতি গঠন করা সম্ভব নয়। বর্তমানে বাংলাদেশ সরকারের অধীনে দু’টি শিক্ষাধারা বেসরকারী শিক্ষা হিসেবে চালু আছে। একদিকে সাধারণ শিক্ষা তথা স্কুল-কলেজ অপরদিকে আলিয়াসহ মাদরাসা শিক্ষা। উভয় শিক্ষা আজও উপেক্ষিত। অতীতে সকল সরকারের নিকটই শিক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীরা দাবী করে আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার নিশ্চিত করেছে। তারই ধারাবাহিকতায় বর্তমানে আন্দোলন চলছে। শিক্ষকদের এই যৌক্তিক দাবি মেনে নেয়াটাই ছিলো স্বাভাবিক। কিন্তু আমরা লক্ষ্য করছি, দাবি মানা তো দূরের কথা উল্টো তাদেরকে হামলা করে আহত করা হয়েছে। আবার যারা সরাসরি মাঠে আন্দোলন করছে এবং শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের পক্ষে কথা বলছে তাদেরকেও নানা হুমকি দেওয়া হচ্ছে। যার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। শিক্ষকদের উপর হামলা ও হয়রানি বন্ধ করতে হবে। বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের স্বীকৃতি ও উন্নয়ন ছাড়া জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন সম্ভব হবে না। সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ও এর অন্তর্ভুক্ত ৯ টি শিক্ষক পরিষদের পক্ষ থেকে নিম্নোক্ত দাবি করা হয় ১. সরকারি-বেসরকারি শিক্ষকদের মধ্যে আর্থিক বৈষম্য দূর এবং সতন্ত্র বেতন কাঠামো চালু করতে হবে । ২. সকল বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণ করতে হবে । ৩. সতন্ত্র ইবতেদায?ি মাদ্রাসাসহ সকল বেসরকারি শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিভাবে বিশেষ ভাতার ব্যবস্থা করতে হবে। ৪. সকল ধর্মাবলম্বীদের নিজ নিজ ধর্ম ও নৈতিক শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত করতে হবে। ৫. জাতীয়করণ হওয়ার পূর্ব পর্যন্ত ১০০% বোনাস ও সম্মানজনক বাড়ী ভাড়া এবং চিকিৎসা ভাতা দিতে হবে ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com