সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আপন দুই ভাই যুক্তরাজ্যে কৃতিত্বপূর্ণ উচ্চতর ডিগ্রী অর্জন করেছে। জানা গেছে, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য, বরেণ্য গীতিকবি, যুক্তরাজ্য নর্থইস্টের সফল ব্যবসায়ী ও বিশিষ্ট, রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সৈয়দ দুলালের দুই ছেলে সৈয়দ সুজাত ইবনে তাসলিম (মাস্টার্স ইন লও) ও সৈয়দ শাতিল ইবনে তাসলিম, (ব্যাচেলর্স ইন আর্টস, অনার্স) নর্থমবারিয়া ইউনিভার্সিটি নিউক্যাসল থেকে উচ্চতর ডিগ্রী লাভ করেন। উল্লেখ্য- এই দুই সন্তানের সাফল্যে সৈয়দ দুলালের পাঁচ সন্তানের সবাই উচ্চতর ডিগ্রী অর্জন করতে সক্ষম হলেন। এর আগে একমাত্র মেয়ে, সৈয়দা কয়নাথ আফরিদা নবনী, বায়োমেডিকেল সাইন্টিস্ট বি,এস,সি কমপ্লিট করে, (বিবাহিত) লিভারপুল হসপিটালে বর্তমানে কর্মরত। বড় ছেলে সৈয়দ সুহার্থ ইবনে তাসলিম,আই,টি তে মাস্টার কমপ্লিট করে বর্তমানে কর্মরত, সৈয়দ শাবাব ইবনে তাসলিম, বিজিনস ম্যানেজমেন্ট ব্যাচেলর্স ইন আর্টস কমপ্লিট করে নিজ ব্যবসায় কর্মরত। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের ব্রিটিশ আমলের শিক্ষাবীদ, তৎকালীন সময়ের অন্যতম মুসলিম গ্রাজুয়েট সৈয়দ মঞ্চব আলী মাস্টারের রক্তস্নাত চতুর্থ বংশধর সাবেক ইউপি সদস্য সৈয়দ হাবিবুর রাহমানের নাতি ও নাতনী, বিশিষ্ট ছড়াকার সাংবাদিক সৈয়দ হিলাল সাইফের ভাতিজি ভাতিজার-এই সাফল্যে-গর্বিত পিতা সৈয়দ দুলাল ও মাতা মুর্শেদা বেগম আনন্দিত উচ্ছ্বসিত। এক মাত্র মেয়ে ও চার ছেলের সুন্দর ভবিষ্যত কামনা করে সবার কাছে দোয়া-আশীর্বাদ কামনা করেন সৈয়দ দুলাল।