লক্ষ্যটা খুব বড় ছিল না। সাকিব আল হাসানের শুরুর তোপও তাই কাজ করেনি। গল টাইটান্সকে একরাশ হতাশায় ডুবিয়ে সাকিবদের চার-ছক্কায় উড়িয়ে বড় জয় তুলে নিয়েছে জাফনা কিংস। টানা দুই ম্যাচ জয়ের পর ৮ উইকেটে হেরেছে সাকিবদের দল, শীর্ষও হাতছাড়া হয়েছে হৃদয়দের কাছে।
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) শুক্রবার পাল্লেকেলেতে তোপ দেগেছেন বাঁহাতি স্পিনার দুনিথ ভেলালাগে। টস জিতে ব্যাটিংয়ে নামা গলের ৯ উইকেটে ১১৭ রানের জবাবে ২ উইকেটে হারিয়ে লক্ষ্যে পৌঁছায় হৃদয়রা। এদিন ব্যাটিংয়ে নেমে দলের বিপদের মুহূর্তে ক্রিজে এসেও হাল ধরতে পারেননি সাকিব। আগের ম্যাচে তা-ব চালানো টিম সেইফার্ট এবার থামেন ১৮ রান করে। ১১তম ওভারে ব্যাটিংয়ে এসে সাকিব ৯ বল খেলে ৬ রানে দুনিথ ভেল্লালাগের শিকার হন। পরে ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন জাফনার ভেল্লালাগে। ম্যাচের সেরা হয়েছেন দুনিথ। ৮৯ রানে ৬ উইকেট হারানোর পর দাসুন শানাকা শেষ দিকে ২৪ বলে দুটি করে চার ও ছয়ে ৩০ রানে দলের সংগ্রহ বাড়ান। একই ওভারে তাকে ও আকিলা ধনাঞ্জয়াকে ফিরিয়ে ধাক্কা দেন নান্দ্রে বার্গার। জবাবে, সাকিব আল হাসানের বলে ১৭ রানে উদ্বোধনী জুটি ভেঙে গেলে ক্রিজে নামেন তাওহীদ হৃদয়। রহমানউল্লাহ গুরবাজকে নিয়ে সহজ জয়ের ভিত গড়েন বাংলাদেশি ব্যাটার। তাতে হেসেখেলে জয় আসে।
তৃতীয় ওভারে ক্রিজে নেমে তাওহীদ প ম ওভারে সাকিবের মুখোমুখি হয়ে প্রথম বলেই ছয় মারেন। পরের বলে চার। ১৩তম ওভারে টানা দুটি ছক্কা মেরে দলকে জেতান হৃদয়। ২৩ বলে ২ চার ও ৪ ছয়ে ৪৪ রানে অপরাজিত ছিলেন তিনি। ৩৭ বলে এলপিএলে নিজের প ম ফিফটি হাকান গুরবাজ। আসরে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে জাফনা কিংস। সমান পয়েন্ট পেলেও নেট রান রেটে দ্বিতীয় স্থানে নেমে গেছে গল।