দুর্যোগপূর্ণ আবহাওয়ায়
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বঙ্গোপসাগরে মাছধরা বন্ধ রেখে ফিশিংবোটবহর ৫ দিন ধরে সুন্দরবনসহ উপকূলে আশ্রয়ে রয়েছে। প্রবল জোয়ারে প্রতিদিন ৩/৪ ফুট উচ্চতায় দুবলারচরসহ সুন্দরবন প্লাবিত হচ্ছে। পূর্ব সুন্দরবনের দুবলার ভেদাখালী খাল থেকে ফিশিংবোট মাঝি বাগেরহাটের বগা এলাকার ইলিয়াস মাঝি শনিবার দুপুরে মোবাইাল ফোনে ইত্তেফাককে বলেন, সাগর উত্তাল হওয়ায় মাছধরা বন্ধ রেখে গত ৫ দিন যাবৎ তারা দুবলার ভেদাখালী খালে আশ্রয় নিয়ে আছেন। দুবলা অঞ্চলে প্রচুর ঝড়োবাতাস ও বৃষ্টি হচ্ছে। সাগরে পানি বৃদ্ধি পাওয়ায় জোয়ারে সুন্দরবন প্লাবিত হচ্ছে। ৫ দিন যাবৎ বসে থাকায় তাদের অনেক আর্থিক ক্ষতি হচ্ছে। বর্তমানে ভেদাখালী খালে বিভিন্ন স্থানের ২০/২৫টি ফিশিংবোট নিরাপদ আশ্রয়ে রয়েছে বলে তিনি জানান। অপরদিকে, বাগেরহাটের কচুয়া এলাকার ফিশিংবোট মাঝি মিজানুর রহমান বলেন, গত বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের তুষখালী এলাকার লিটন মিয়ার একটি ফিশিংবোট মহিপুর অদুরে সাগরে ডুবে গেছে। ডুবে যাওয়া বোটের ১১ জেলেকে অন্য বোটের জেলেরা উদ্ধার করেছে বলে মাঝি মিজানুর রহমান জানিয়েছেন। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, প্রবল জোয়ারে সুন্দরবন ৩/৪ ফুট জলোচ্ছাসে প্লাবিত হচ্ছে। ঝড়ো হাওয়ার কবলে পড়ে বৈধ ফিশিংবোট সুন্দরবনের খালে নিরাপদ আশ্রয় নিলে তাদেরকে হয়রানী না করার জন্য বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে।