শীতকালের শিম গ্রীষ্মকালে উঠতে শুরু করেছে দিনাজপুরের হিলি বাজারে। অসময়ের এই শিম বাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। অনেক ক্রেতাকেই এই সবজিটি কিনতে দেখা গেছে। গতকাল রোববার (৬ আগষ্ট) সকালে হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, দুইদিন ধরে বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি শিম। সবজিটি ব্যবসায়ীরা খুচরা বিক্রি করছেন ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। এসব শিম ১৫০ টাকা কেজি দরে পাঁচবিবি বাজার থেকে পাইকারি কিনে আনছেন ব্যবসায়ীরা।
সবজি কিনতে আসা আব্দুল হালিম বলেন, শীতকালীন সবজি শিম আজ বাজারে উঠেছে। দামটা অনেকটা বেশি। আধা কেজি কিনলাম।
সবজি ব্যবসায়ী সোহেল রানা বলেন, গত দুইদিন আগে পাঁচবিবি থেকে শিম নিয়ে এসেছি। বছরের নতুন সবজি তাই ক্রেতারাও কম বেশি কিনছেন। ১৫০ টাকা দরে পাইকারি কিনে তা ১৮০ থেকে ২০০ টাকা খুচরা বিক্রি করছি।